বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিএনপি প্রায় দুই দশক ধরে সংগ্রাম করে যাচ্ছে।’ আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মঙ্গলবার (২৬ আগস্ট) লন্ডনের রিজেন্টস লেক ব্যাঙ্কুয়েটিং ভেন্যুতে জাতীয়তাবাদী পরিবার বৃহত্তর কুমিল্লার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডাকসুর সিনেট সদস্য, ৯০-এর ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব নসরুল্লাহ খান জুনায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহবুবুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, মাহিদুর রহমান, এম এ মালেক, অহিদ আহমদ, বদরুজ্জামান সেলিম প্রমুখ।