মালয়েশিয়া দূতাবাসের তত্ত্বাবধানে অসুস্থ কর্মীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে

কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ বছরের মুজিবুর রহমান মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে শারীরিকভাবে চলাচলে সম্পূর্ণ অক্ষম।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়া দূতাবাসের তত্ত্বাবধানে অসুস্থ কর্মীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে
মালয়েশিয়া দূতাবাসের তত্ত্বাবধানে অসুস্থ কর্মীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে |নয়া দিগন্ত

কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়েছে, ২৮ বছরের যুবক মুজিবুর রহমান (পাসপোর্ট নং-EG0538584) ভাগ্য পরিবর্তনের আশায় চাকরির প্রত্যাশা নিয়ে মালয়েশিয়ায় আসেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি দুর্ঘটনায় পতিত হয়ে মস্তিস্কে রক্তক্ষরণ হয় এবং তিনি প্রায় ৯ মাস ট্রমায় ছিলেন। তিনি শারীরিকভাবে চলাচলে সম্পূর্ণ অক্ষম।

পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তির এরূপ পরিস্থিতিতে দিশেহারা হয়ে তার পরিবার হতে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের নিকট তাকে দেশে পাঠাতে সহযোগিতার জন্য আবেদন করেন।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়।

অবশেষে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তায় এবং মালয়েশিয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/দফতর/সংস্থা/হাসপাতাল/এয়ারলাইন্স এর সাথে সমন্বয়ের মাধ্যমে মুজিবুর রহমানকে আজ তার পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে।