মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়ান বিজনেস অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫। এতে পর্যটন ও বাণিজ্যিক শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশের পাঁচজনসহ দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মোট ২৪ জনকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
শনিবার (১৭ মে) রাতে দেশটির পর্যটন নগরী মালের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে যৌথ উদ্যোগে সাউথ এশিয়ান বিজনেস অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ডের আয়োজন করে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট ও সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ।
এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক মো: গোলাম ফারুক মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হারিস মোহাম্মদ।
বিশেষ অতিথি ছিলেন দেশটির অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আহমেদ সাঈদ মুস্তফা, খেলাধুলা, ফিটনেস এবং পুনর্নির্মাণ প্রতিমন্ত্রী হোসাইন নিহাদ, ধর্ম প্রতিমন্ত্রী আব্দুল জলিল ইসমাইল, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশে মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহা-ব্যবস্থাপক কামরুল ইসলাম, নামকো গ্রুপের চেয়ারম্যান মো: সোহেল রানা, মালদ্বীপ বিএনপির সভাপতি মো: খলিলুর রহমানসহ বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরা ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া ও প্রার্থনা শেষে আয়োজক এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক মো: গোলাম ফারুক মজনু বলেন, ‘পর্যটন ও বাণিজ্যের ওপর জোর দিলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়ন ত্বরান্বিত হবে ‘
একইসাথে বিদেশি বিনিয়োগ নীতি ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করা এখন সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানটি ভারতীয় জি বাংলার জনপ্রিয় উপস্থাপিকা ডক্টর মৌ ভট্টাচার্যের সঞ্চালনায় মালদ্বীপ, নেপাল, বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।
মালদ্বীপ মানেই ছোট ছোট অসংখ্য দ্বীপ এবং চারদিকে নারকেল-সুপারি গাছ আর নীল সাগর থেকে ভেসে আসা মিষ্টি হাওয়া, যার অর্থনীতির অন্যতম খাতই হচ্ছে পর্যটন। যে কারণে পর্যটন ও বাণিজ্যিক শিল্পের চাহিদা মেটাতে সব ধরনের আয়োজন নিয়ে বসে থাকে দ্বীপ রাষ্ট্রটি। এ কারণেই দেশটি এখন প্রতিবেশী দেশগুলো সহ বিশ্বের সব পর্যটন ও বাণিজ্যিক ব্যক্তিদের কাছে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাদেরকে প্রতিবছরই পুরস্কৃত করেন সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট। এবারের আয়োজনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটানের মোট ২৪জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এ পুরস্কারে ভূষিত করা হয়।