যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন করেছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হাইকমিশনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ মিশনের তৃতীয় সচিব মো: জিল্লুর রহমান ও ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেনসহ রাজধানী মালে ও এর আশপাশের শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা এবং মালদ্বীপে সফরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পাঠানো বাণী পাঠ করেন মিশন কর্মকর্তারা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সা:-এর তাৎপর্য ও মহানবী সা:-এর জীবন আদর্শের ওপর আলোচনা করেন। এ সময় বিশ্বের প্রতিটি মুসলমান মহানবীর সা: আদর্শ অনুসরণ করলে অবধারিতভাবে সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করতো বলে তারা মতপ্রকাশ করেন।
এরপর ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সা:-এর জন্ম ও ওফাতের স্মৃতিচারণা করেন।
এ সময় তিনি বলেন, ‘নবীজি সা:-এর জীবনাদর্শ যথাযথভাবে অনুসরণ এবং তার নির্দেশনা মেনে চলার মধ্যেই বিশ্ব মানবতার শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও কল্যাণ নিহিত রয়েছে।’
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি কামনা করা হয়। বিশেষ করে ইসরাইলের বর্বরোচিত হামলায় নারী-শিশুসহ নিহত ও আহত ফিলিস্তিনিদের জন্য দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।