ভিয়েতনামের হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর পরিবেশে ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভিয়েতনামে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।
আলোচনা পর্বে মূল বক্তব্য রাখেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান। তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে নিহত সকল শহীদদের।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্যাসিবাদি অপশাসন থেকে চূড়ান্ত মুক্তি পায় দেশের জনগণ। রাজপথে লড়াই করে, বুকে গুলি নিয়ে শহীদ হন হাজার হাজার ছাত্র-নারী-শিশু ও জনতা। আহত হয়ে এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে অনেক প্রাণ। এত তাজা প্রাণের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম আলোচনা পর্ব শেষে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক একটি আলোকচিত্র এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সম্পর্কিত কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান নাসির উদদীন।
সূত্র : বাসস