বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছেছেন কলিং ভিসায় আটকে পড়া ৬০ জন কর্মী।
গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত মধ্যরাতে তারা বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী এবং নিয়োগদাতা প্রতিষ্ঠান ‘কন্সট্রাকশান লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাদ-ক্লাবের’ প্রধান নির্বাহী কর্মকর্তা।
তবে ৬০ জন কর্মী পৌঁছালেও ফেরত পাঠানো হয়েছে একজনকে।
জানা যায়, সকল প্রক্রিয়া শেষ করেও ২০২৪ সালের ৩১ মের মধ্যে পৌঁছাতে না পারা কর্মীদের অবশেষে মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্ন পূরণ হলো। প্রথম ধাপে ৬০ জন কর্মী মঙ্গলবার মধ্যরাতে কুয়ালালামপুর পৌঁছান। কর্মীরা মালয়েশিয়ায় পৌঁছে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকে।
মধ্যরাতে বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার ও লেবার কাউন্সিলর।
দু’দেশের সরকারের আন্তরিকতায় জটিলতা কাটিয়ে কর্মীরা মালয়েশিয়া যেতে পারায় সেদেশের সরকারকে ধন্যবাদ জানান হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।
কন্সট্রাকশান লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাদ-ক্লাবের তত্ত্বাবধায়নে চারটি ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবে ওই কর্মীরা।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জে উপস্থিত থেকে কর্মীদের বিদায় জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।



