মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: আবুল কালাম ঢালীর ছেলে জীবন ঢালী (২২) লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত হয়েছেন।
গত ৬ মাস আগে ইতালির উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন জীবন। গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত হন তিনি। নিহতের পরিবারকে বিষয়টি ফোন করে নিশ্চিত করেছেন লিবিয়ায় তার সাথে থাকা সফরসঙ্গীরা।
মাফিয়ারা জীবনকে গুলি করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় জীবন বাসায় ফিরে যাবার চেষ্টা করে। কিন্তু পথে অন্যান্য বাঙালিরা তার এ অবস্থা দেখে জরুরি স্বাস্থ্য সেবার নম্বরে ফোন করে। পরে অ্যাম্বুলেন্সে চিকিৎসা কর্মীরা এসে পরীক্ষা-নিরীক্ষা করে জীবনকে মৃত ঘোষণা করেন।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করছি।’
তিনি আরো বলেন, ‘লাশ দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করলে সকল ধরনের সহায়তা করা হবে।’