লন্ডনে চসিক মেয়রকে নাগরিক সংবর্ধনা ও বিবিসিসিআই’র সাথে মতবিনিময় সভা

মতবিনিময় সভায় মেয়র ড. শাহাদাত হোসেন চট্টগ্রামের বিনিয়োগ সম্ভাবনার নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, চট্টগ্রাম অর্থনৈতিক অঞ্চল, তথ্যপ্রযুক্তি, পর্যটন, ফাইভ-স্টার হোটেল এবং নবায়নযোগ্য সবুজ জ্বালানি খাতে বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি শহর। তিনি যুক্তরাজ্যপ্রবাসী বিনিয়োগকারীদের এসব খাতে বিনিয়োগের আহ্বান জানান।

মাহবুব আলী খানশূর, লন্ডন (যুক্তরাজ্য)
চসিক মেয়রকে নাগরিক সংবর্ধনা ও বিবিসিসিআই’র সাথে মতবিনিময়
চসিক মেয়রকে নাগরিক সংবর্ধনা ও বিবিসিসিআই’র সাথে মতবিনিময় |নয়া দিগন্ত

সফররত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা: শাহাদাত হোসেনকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন ব্রিটেনে বসবাসরত চট্রগ্রামের বাসিন্দারা। এছাড়া ব্রিটেনে ব্যবসায়ীদের সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) তাদের লন্ডন অফিসে চসিক মেয়রের সাথে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভার আয়োজন করে।

বিবিসিসিআই’র লন্ডন অফিসে মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেনের সাথে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বিবিসিসিআই সভাপতি রফিক এম হায়দার, এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক ও গ্লোবাল ট্রেড স্ট্র্যাটেজিস্ট মিসবাহ চৌধুরী। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা ওয়াহিদ সিরাজী।

স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র পরিচালক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন সাবেক মেয়র জাহাঙ্গীর হক, সহ-সভাপতি আবুল হায়াত নুরুজ্জামান, রাজনৈতিক বিশ্লেষক ড. মুজিব এম রহমান, ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল গাফ্ফার, আশিকুর রহমান, ফাইন্যান্স ডিরেক্টর হেলাল উদ্দিন খান, সাবেক সভাপতি এস বি ফারুকসহ বেশ কয়েকজন কমিউনিটি নেতা।

মতবিনিময় সভায় মেয়র ড. শাহাদাত হোসেন চট্টগ্রামের বিনিয়োগ সম্ভাবনার নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, চট্টগ্রাম অর্থনৈতিক অঞ্চল, তথ্যপ্রযুক্তি, পর্যটন, ফাইভ-স্টার হোটেল এবং নবায়নযোগ্য সবুজ জ্বালানি খাতে বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি শহর। তিনি যুক্তরাজ্যপ্রবাসী বিনিয়োগকারীদের এসব খাতে বিনিয়োগের আহ্বান জানান।

সভায় বিবিসিসিআই, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করে। এই সহযোগিতার আওতায় চট্টগ্রামের তরুণদের দক্ষতা উন্নয়নে বিনামূল্যে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করার ঘোষণা দেয়া হয়। সভা শেষে দু’ পক্ষ যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে টেকসই বাণিজ্যিক সহযোগিতা এবং অর্থনৈতিক উন্নয়ন আরো জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

চট্রগ্রামে প্রবাসীদের উদ্যোগে হাসপাতালের জন্য ভূমি বরাদ্দের প্রতিশ্রুতি চসিক মেয়রের যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীদের সংগঠন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ১৮ নভেম্বর, মঙ্গলবার লন্ডন সফরত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেনকে পূর্ব লন্ডনের দেশী লাউঞ্জ রেস্টুরেন্টে আড়ম্বরপূর্ণ এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। এতে বিপুলসংখ্যক লন্ডনে বসবাসরত চট্টগ্রামবাসী ছাড়াও বাংলাদেশী কমিউনিটির অনেক নেতারা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের নেতারা চট্টগ্রামে সাধারণ মানুষের সেবার জন্য প্রবাসী বৃহত্তর চট্টগ্রামবাসীদের অর্থায়নে একটি হাসপাতাল ও একটি শিক্ষাপ্রতিষ্ঠান করার লক্ষ্যে প্রয়োজনীয় ভূমি বরাদ্দের জন্য অনুরোধ জানালে সিটি মেয়র এ জন্য প্রতিশ্রুতি দিয়ে বলেন, চট্টগ্রামের কিডনি ডায়ালাইসিসহ বিভিন্ন প্রকল্পে সাহায্যের জন্যও প্রবাসী চট্টগ্রামবাসীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের নেতারা চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়নে বিশেষ করে জলাবদ্ধতার সমস্যা সমাধান, ওয়ার্ডভিত্তিক খেলাধুলার মাঠ নির্মাণ ও স্বাস্থ্যসেবায় মেয়রের ভূমিকা ভূয়সী প্রশংসা করেন। তারা বিমানবন্দরে ও দেশে অবস্থানকালে প্রবাসীদের যথাযথ সম্মান, মর্যাদা ও নিরাপত্তার নিশ্চিত করণ ও নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ অবিলম্বে দৃশ্যমান করার জন্য মেয়রকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

সিটি মেয়র চট্টগ্রাম মহানগরের উন্নয়নে তার পরিকল্পনার বিভিন্ন বিষয় উল্লেখ করে বলেন, ‘তিনি অতীতের মেয়রদের মতো প্রতিশ্রুতি ভঙ্গের জন্য অভিযুক্ত হতে চান না। তিনি কাজ করে তার সদিচ্ছার প্রমাণ দিতে চান। তিনি চট্টগ্রামকে সত্যিকারের আধুনিক নগরীতে রূপান্তরিত করতে চান। এছাড়া তিনি সঠিক উন্নয়নের জন্য নগর সরকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের বর্তমান কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহানের সভাপতিত্বে এবং মোহাম্মাদ কায়সার ও মাসুদুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন যথাক্রমে অ্যাসোসিয়েশনের ট্রাস্টি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন, বিশিষ্ট কমিউনিটি নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, লন্ডন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, এসোসিয়েশনের ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি, মনির মাহমুদ, এরশাদ মালেক, বিশিষ্ট চিকিৎসক ডা: নোবেল, কমিউনিটি নেতা জোনায়েদ আহমেদ, কাউন্সিলর শামসাদ চৌধুরী, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এর প্রেসিডেন্ট শাকির হোসাইন, অ্যাসোসিয়েশনের আসমা আলম, সুজন বড়ুয়া, বাপ্পী ওমর এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মেয়রকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। অ্যাসোসিয়েশনের ট্রাস্টি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, ‘৮০ দশক থেকে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার সমাধানের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম তার সাথে মেডিক্যাল কলেজের ছাত্র শাহাদাত হোসেন আজকের মেয়র ডা: শাহাদাত হোসেন সম্পৃক্ত ছিলেন। তাই তিনি আসল সমস্যা বুঝতে পেরেছেন এবং জলাবদ্ধতার স্থায়ী নিরসনে সকল সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বয় ও এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে সিরিয়াস ভূমিকা পালন করছেন।’

তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়ন কাজের জন্য পর্যাপ্ত সরকারি বরাদ্দ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন।