মালদ্বীপে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাসহ উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

ওমর ফারুক, মালদ্বীপ
মালদ্বীপে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মালদ্বীপে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত |সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলটির মালদ্বীপ শাখার নেতাকর্মীরা। এ উপলক্ষে মঙ্গলবার (১৯,আগস্ট) রাতে রাজধানী মালের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উপস্থিত নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমান।

স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মো: মাসুম মুন্নার সভাপতিত্বে এবং সদস্য সচিব নুর নবী মানিক ও যুগ্ম আহ্বায়ক মো: মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং দোয়া পাঠ করেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: জাকির। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাসহ ২৪ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া করা হয়।

অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় যোগ দিয়ে মালদ্বীপ বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় তিনি বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও প্রিয় দল বিএনপির বিরুদ্ধে এখনো নানামুখী ষড়যন্ত্র চলছে। বিএনপি ও জিয়া পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একাত্তর, নব্বই ও চব্বিশের পরাজিত শক্তিরা মিলেমিশে একাকার হয়ে সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিরলসভাবে জনগণের পাশে থেকে কাজ করে আসছে। একইসাথে আগামী নির্বাচনেও বিএনপিকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএনপির বিরুদ্ধে এখনো নানামুখী ষড়যন্ত্র চলছে। আর এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশ এবং প্রবাসে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের নেতৃত্বে আগামীর সাম্য ও মানবিক বাংলাদেশ বির্নিমানণে একযোগে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানের সভাপতিত্বের বক্তব্যে মাসুম মুন্না।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাসহ উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।