বিএনপি চীন শাখার বনভোজন অনুষ্ঠিত

চীনের হুইঝু শহরে দু’দিনব্যাপী বনভোজনে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা সংগঠনকে সুসংহত ও ঐক্যবদ্ধ রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

চীন প্রতিনিধি
বিএনপি চীন শাখার আয়োজনে বনভোজন
বিএনপি চীন শাখার আয়োজনে বনভোজন |নয়া দিগন্ত

বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যেগে সংগঠনটির সাংগঠনিক বন্ধন সুদৃঢ় এবং কার্যক্রমকে আরো গতিশীল করতে এক সফল ও আনন্দময় বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ ও ৭ অক্টোবর দু’দিনব্যাপী বনভোজনটি চীনের হুইঝু শহরের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আয়োজিত হয়।

বনভোজনে চায়না বিএনপির নেতা সাখাওয়াত হোসেন কানন, শেখ মাহবুবুর রশীদ, ওয়ালী উল্লাহ, এস এম আল-আমিন, হাসমত আলী মৃধা জেমস, সালাউদ্দিন রিক্তা, মনোয়ার বায়েজীদ, মো: রোমান, জসিম উদ্দিন, খোরশেদ আলম অপু, রাসেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও চায়না বিএনপির নেতা আসিফ হক রুপু ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের সাথে সংযুক্ত হন।

প্রাকৃতিক পরিবেশের এ আয়োজন ছিল সম্প্রীতি, আলোচনা ও পরিকল্পনায় পরিপূর্ণ। নেতাকর্মীরা একত্রিত হয়ে দলকে আরো শক্তিশালী করার পথ নিয়ে গঠনমূলক আলোচনা করেন, ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন করেন এবং জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ভবিষ্যতেও এমন কর্মসূচির মাধ্যমে তারা প্রবাসে দলীয় কাঠামো ও কার্যক্রমকে আরো সুসংহত করতে বদ্ধপরিকর বলে জানান আয়োজনরা।

এই অনুষ্ঠানে দেশটিতে বসবাসরত শতাধিক বাংলাদেশী এবং বিএনপি ও এর অংঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।