মালদ্বীপের থিনাধু আইল্যান্ডে হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের স্বল্প, সহজলভ্য ও দ্রুততম সেবা দেয়ার জন্যে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা চালু করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

ওমর ফারুক, মালদ্বীপ
মালদ্বীপের থিনাধু আইল্যান্ডে হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা
মালদ্বীপের থিনাধু আইল্যান্ডে হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা |নয়া দিগন্ত

মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের স্বল্প, সহজলভ্য ও দ্রুততম সেবা দেয়ার জন্যে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা চালু করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। এর অংশ হিসেবে মিশনের পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল (১১ থেকে ১৪ সেপ্টেম্বর) দেশটির থিনাধু আইল্যান্ড পরিদর্শনে যান। যার নেতৃত্বে ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজ।

সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন মিশনের তৃতীয় সচিব মো: জিল্লুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান এবং কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ।

রাজধানী মালে থেকে প্রায় ৪৬৫কিলোমিটার দূরে গাফ ঢাল এটল-এর অধীনে মালদ্বীপের থিনাধু আইল্যান্ডটি অবস্থিত। দ্বীপটিতে কোনো বিমান বন্দর না থাকায়, বিমান যোগে পাশের কাধিদু বিমান বন্দরে অবতরণ করলে স্থানীয় সিটি কাউন্সিলের কর্মকর্তারা প্রতিনিধিদলটিকে অভ্যর্থনা জানান। পরের দিন সমুদ্র পথে থিনাধু আইল্যান্ডে পৌছায় মিশনের প্রতিনিধিদলটি।

১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ ভ্রাম্যমাণ কনস্যুলার সেবায় দুই দিনব্যাপী ক্যাম্পে প্রায় দুই হাজার প্রবাসী বাংলাদেশীরা সেবা গ্রহণ করেন। ই-পাসপোর্ট, এমআরপি এনরোলমেন্ট সহ প্রায় ৬০ জন প্রবাসী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ড গ্রহণ করেন। এতে প্রবাসীদের সময় ও অর্থ সাশ্রয় হয় বলে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

সফরকালে প্রতিনিধি দল স্থানীয় সিটি কাউন্সিলের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যায় সহযোগিতা ও আনডকুমেন্টেড বাংলাদেশীদের বৈধকরণে সহায়তার অনুরোধ জানায়। এসময় কাউন্সিলও সহযোগিতার আশ্বাস দেন।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজ বৈধ পথে রেমিট্যান্স পাঠানো, কল্যাণ বোর্ডের কার্ড গ্রহণ, স্থানীয় আইন-কানুন মেনে চলা ও স্বাস্থ্যসচেতন থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। দেশের উন্নয়নের সাথে প্রবাসীদের সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে।’ পাশাপাশি তিনি ভিসা-দালাল চক্র থেকে বিরত থাকা এবং অবৈধ ব্যবসা কিংবা মাদক সংক্রান্ত কার্যকলাপ থেকে দূরে থাকার পরামর্শ দেন।

প্রবাসীদের পাশে থেকে বাংলাদেশ মিশনের নিয়মিত সেবা প্রদানের এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। শেষে প্রবাসী বাংলাদেশীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেন হাইকমিশনার।