ফেনীর প্রবাসী ৪০ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফেনী জেলার মোট ৪০ হাজার ১৯৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৩৬ হাজার ৯২ জন ও নারী চার হাজার ১০৫ জন।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
পোস্টাল ব্যালটে ভোট
পোস্টাল ব্যালটে ভোট |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিভিন্ন দেশে অবস্থানরত ফেনী জেলার ৪০ হাজার ১৯৭ জন প্রবাসী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে তারা নিবন্ধন করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টায় গত ১৮ নভেম্বর শুরু হওয়া এ নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফেনী জেলার মোট ৪০ হাজার ১৯৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৩৬ হাজার ৯২ জন ও নারী চার হাজার ১০৫ জন। সারাদেশের আসনভিত্তিক নিবন্ধনের শীর্ষে রয়েছে ফেনী-৩ আসন। এ আসনে ১৬ হাজার ৯৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে, এবারই প্রথম আইটি সহায়তা সম্পন্ন পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। এ পদ্ধতিতে প্রবাসী নাগরিক, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটদান দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা ভোট দিতে পারবেন। অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে। ভোটার ভোট দিয়ে তা ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে ভোটাররা তালিকাভুক্ত হয়েছেন।