কায়রোতে শায়খ শোয়াইব আল আজহারী ফাউন্ডেশনের কোরআনিক সংবর্ধনা অনুষ্ঠান

শায়খ শোয়াইব আল আজহারী ফাউন্ডেশন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কোরআনিক ও মানবিক খেদমতে বিশেষ অবদান রেখে চলেছে।

এলামী মো: কাউসার, কায়রো (মিসর)

শায়খ শোয়াইব আল আজহারী ফাউন্ডেশন ও ইনস্টিটিউটের উদ্যোগে মিশরের রাজধানী কায়রোতে আয়োজিত হলো একটি কোরআনিক ইজাজাহ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান। কুরআন ও তাজউইদের শুদ্ধ উচ্চারণের বিকাশে নিবেদিত এই আয়োজনে আন্তর্জাতিক হাফেজদের সম্মাননা ও ইজাজাহ প্রদান করা হয়।

অনুষ্ঠানে কোরআনিক সাইন্স বিভাগের ছাত্র, লন্ডনপ্রবাসী আন্তর্জাতিক কারী শায়খ আহমদ হাসানের পুত্র আন্তর্জাতিক হাফেজ জাকারিয়া হাসানকে দুই রেওয়ায়াত- ইমাম হাফস ও ইমাম শু’বা রহ.-এর উপর ইজাজাহ প্রদান করা হয়।

Cairo-Egypt2

এছাড়া ২০২৫ সালের ‘সর্বশ্রেষ্ঠ হিফজ মোয়াল্লিম’ সম্মাননা পান আল-আজহার ইনস্টিটিউটের কোরআনিক শিক্ষক শায়খ মোহাম্মদ আব্দুল মাওলা (মিশরী)। তাকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট ও নগদ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের স্বত্বাধিকারী ও বিশ্ববরেণ্য কারী, বিচারক শায়খ শোয়াইব আল আজহারী, মিশরের খ্যাতনামা কারী শায়খ আব্দুল লতিফ ওহদান, ড. ফউকি জাওয়াদা, আন্তর্জাতিক কারী শায়খ আহমাদ হাসান, ড. আব্দুল কাইয়ুম, শায়খ বেলাল আল আযহারী, ড. ইয়াসির আল কুরাশি, ড. আহমাদ সালাহ প্রমুখ।

Cairo-Egypt3

এছাড়াও উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক, বাংলাদেশি ও মিশরীয় শিক্ষার্থী এবং আন্তর্জাতিক কারী ইসলাম আদিল। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য ডিনারের আয়োজন করা হয়।

শায়খ শোয়াইব আল আজহারী ফাউন্ডেশন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কোরআনিক ও মানবিক খেদমতে বিশেষ অবদান রেখে চলেছে। এই অনুষ্ঠানটি কায়রোর ইন্দো বাংলা রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।