মালয়েশিয়ায় শহীদ শরিফ ওসমান হাদির স্মরণসভা

এই আয়োজনে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাংলাদেশী, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়ায় শরিফ ওসমান হাদির স্মরণ সভায় অংশগ্রহণকারীরা
মালয়েশিয়ায় শরিফ ওসমান হাদির স্মরণ সভায় অংশগ্রহণকারীরা |নয়া দিগন্ত

কুয়ালালামপুরের জি টাওয়ারে ইনকিলাব মঞ্চ-মালয়েশিয়ার উদ্যোগে শহীদ শরিফ ওসমান হাদির জীবন ও দর্শন নিয়ে বিশেষ স্মরণসভা ‘মৃত্যুহীন প্রাণ : ওসমান হাদি ও আগামীর সংগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবারের এই আয়োজনে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাংলাদেশী, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার (আইআইইউএম) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো: মাহমুদুল হাসান। তিনি ‘নতুন সময়ের সিন্দাবাদ : ওসমানের চিন্তায় আগামীর বাংলাদেশ’ বিষয়ে একটি তাত্ত্বিক ও দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন।

সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (এনটিইউ) সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: সাইদুল ইসলাম অনলাইনে যুক্ত হয়ে ‘ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ওসমান হাদির জীবনদর্শন’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন। পাশাপাশি আইআইইউএমের সমাজবিজ্ঞান ও নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহেলা মুস্তারি তার আলোচনায় ‘ওসমান হাদির দর্শনে সামাজিক ন্যায়বিচার ও কমিউনিটি স্থিতিস্থাপকতা’ বিষয়ে গুরুত্বারোপ করেন।

কমিউনিটির পক্ষ থেকে বিশেষ বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার (বিসিপিএম) সভাপতি আমিনুল ইসলাম রতন। এছাড়াও অনুষ্ঠানে মালয়েশিয়া প্রবাসী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন, যাদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম মোয়াজ্জেম হোসেন নিপু, মো: জসিম উদ্দিন, মোহাম্মদ আব্দুর রহিম, সাইফুল ইসলাম মাসুম, জনাব মোকাম্মেল হোসেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন ইনকিলাব মঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি শহীদ ওসমানের দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং ইনকিলাব মঞ্চের বর্তমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের এক আবেগপূর্ণ মুহূর্তে শহীদ ওসমানের বড় ভাই এবং শহীদ শরিফ ওসমান হাদি ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফির ওমর বিন হাদী ওসমানের ‘ওসমান হাদি’ হয়ে ওঠার গল্প এবং তার শেষ মুহূর্তের স্মৃতি শেয়ার করেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে ওসমান যখন গুলিবিদ্ধ হন, শাফির ওমর তখন একই রিকশায় তার পাশেই ছিলেন।

স্মরণসভায় ওসমানের প্রিয় ‘মুড়ি-বাতাসার’ ঐতিহ্যবাহী আপ্যায়নের পাশাপাশি ক্বারী এ কে এম মতিউর রহমান কর্তৃক কোরআন তিলাওয়াত, কবিতা পাঠ ও সংগীত পরিবেশিত হয়।

এছাড়া ইনকিলাব মঞ্চ-মালয়েশিয়া কর্তৃক নির্মিত শহীদ ওসমানের জীবনের ওপর একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার পিএইচডি গবেষক মাওলানা মিসবাহ উদ্দিন। পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেন ইনকিলাব মঞ্চ-মালয়েশিয়ার পক্ষে সাঈদ হক।

শহীদ ওসমানের আদর্শে উজ্জীবিত হয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের এই সংগ্রামকে ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।