মালয়েশিয়ায় বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশী ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম) ও সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটি আয়োজন করতে যাচ্ছে ‘ইজ্জান গ্লোবাল ফুটসাল টুর্নামেন্ট-২০২৫’।
বুধবার (১০ ডিসেম্বর) কুয়ালালামপুরের কুয়িল শপিংমলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিয়াম নেতৃবৃন্দ জানান, এটি শুধুই একটি টুর্নামেন্ট নয়; বরং মালয়েশিয়ায় বাংলাদেশী শিক্ষার্থীদের মধ্যে একতা, বন্ধুত্ব, সংস্কৃতি বিনিময় এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির একটি বড় পদক্ষেপ।
এই আসরে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে, স্বাগতিক সিটি ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ইউপিএম, মাহসা, সাইবারজায়া, ইউসিএমআই, আলফা, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, লিংকন ইউনিভার্সিটি ও জিওমেটিকা ইউনিভার্সিটি।
সংবাদ সম্মেলনে বিয়াম’র সেক্রেটারি এবং টুর্নামেন্টের ইভেন্ট কোঅর্ডিনেটর এমডি রফিকুল ইসলাম বলেন, বিয়াম সবসময়ই একাডেমিক উন্নয়ন, ক্রীড়া, সংস্কৃতি ও ক্যারিয়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই টুর্নামেন্টের মাধ্যমে মালয়েশিয়ায়ও আমরা বাংলাদেশের ইতিবাচক সংস্কৃতি ও ক্রীড়া চেতনাকে তুলে ধরতে চাই।
টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় থাকছে উচ্চশিক্ষা ও ভ্রমণ বিষয়ক পরামর্শ সেবাদাতা প্রতিষ্ঠান টি এস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইজ্জান গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ। বিয়াম কেন্দ্রীয় কমিটির সভাপতি বশির ইবনে জাফর, ভিপি উসামা বিন আব্দুল বারী, ইউপিএম বাংলাদেশী কমিউনিটির উপদেষ্টা আশিবুর হাসনাত সাদি, বিয়াম সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের সভাপতি মোহাইমিনুল ইসলাম রাতুল, মালয়েশিয়া বাংলাদেশী প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
রোববার অনুষ্ঠেয় আসন্ন টুর্নামেন্টকে কেন্দ্র করে বাংলাদেশী শিক্ষার্থীদের মাঝে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মাঠে রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় এখন সবাই।



