মালয়েশিয়ায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ককে সংবর্ধনা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বকে শক্তিশালী করতে প্রবাসে একযোগে কাজ করতে হবে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়ায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ককে সংবর্ধনা
মালয়েশিয়ায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ককে সংবর্ধনা |সংগৃহীত

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো: আখতারুজ্জামান সরকারের মালয়েশিয়া আগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেছে মালয়েশিয়াস্থ কুমিল্লা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের বুকিত বিনতানের ভিআইপি পিঠাঘরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া চৌকিট বিএনপির সভাপতি মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা আহ্বায়ক মো: আখতারুজ্জামান সরকার।

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বকে শক্তিশালী করতে প্রবাসে একযোগে কাজ করতে হবে।’ এ সময় তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

কুমিল্লা উত্তর জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো: আলিফ সরকার ও মালয়েশিয়া নবীন দলের সভাপতি মো: হাসেম মোল্লার যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে ছিলেন মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিনহাজ মণ্ডল।

এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, কুয়ালালামপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: ইমান হোসেন, সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা তিতাস উপজেলা বিএনপির প্রবাস কল্যাণ বিষয়ক সম্পাদক মো: মাহফুজ সরকারসহ মালয়েশিয়াস্থ কুমিল্লা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পরে মালয়েশিয়াল বিশিষ্ট ব্যবসায়ী মো: মুকুল হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে মো: আখতারুজ্জামান সরকারকে বরণ করে নেন।