দোহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন ফ্রান্সের নতুন কমিটির পরিচিতি সভা

বাংলা ভাষার হৃদয় ছুঁয়ে যাওয়া এই আয়োজনে মিলিত হন অগণিত প্রবাসী, যেখানে ফুটে উঠে মাটির টান, বন্ধনের আহ্বান আর আগামী দিনের পথচলার প্রত্যয়।

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
পরিচিতি সভায় দোহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন ফ্রান্সের নেতৃবৃন্দ
পরিচিতি সভায় দোহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন ফ্রান্সের নেতৃবৃন্দ |নয়া দিগন্ত

দোহার-নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা ও নবগঠিত কমিটির পরিচিতি সভা। রোববার (২৫ মে) সন্ধ্যায় প‍্যারিসের একটি হলে ফ্রান্স প্রবাসী বাংলা ভাষার হৃদয় ছুঁয়ে যাওয়া এই আয়োজনে মিলিত হন অগণিত প্রবাসী, যেখানে ফুটে উঠে মাটির টান, বন্ধনের আহ্বান আর আগামী দিনের পথচলার প্রত্যয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি স্বপন শফিক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক দিগন্ত চঞ্চল ও আলী আক্কাস। নবগঠিত কমিটির ঘোষণা দেন আহ্বায়ক কামাল হোসেন। তার সাথে যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলেন পারভেজ ভূইয়া নবী ও সদস্য সচিব তাইবুর রহমান মুন্সি।

ঘোষিত কমিটিতে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন আরিফ হাসান, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আসেন হুমায়ূন কবীর শাকিল।

ঘোষিত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, লিটন মাঝি, মাসুদ পাঠান, ইসরাফিল বারি, রাজিব আহসানের নাম ঘোষণা করা হয়।

সভায় নবনির্বাচিত সভাপতি আরিফ হাসান বলেন, ২০২৩ সালে গঠিত আমাদের এই সংগঠনটি ঐক্য, সহযোগিতা ও অগ্রগতির মহৎ বার্তা নিয়েই পথচলা শুরু করেছিল। প্রবাসে দোহার নবাবগঞ্জের সকল প্রবাসীর একটি শক্তিশালী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা, অনিয়মিত অভিবাসীদের নিয়মিত হতে সহায়তা করা, কর্মক্ষেত্রে যুক্ত করা, এসাইলাম প্রক্রিয়ায় আইনি সহায়তা প্রদান ও প্রবাসে অসুস্থতা বা মৃত্যুবরণকারীদের লাশ দেশে প্রেরণে সহমর্মী ভূমিকা রাখা আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্তার আলী সুমন, নজরুল ইসলাম, রনি, আমিন খান হাজারি, রফিকুল ইসলাম টিটু, আমিনুর রহমান মামুন, মিরাজ হোসেন, মিল্টন সরদার, ওমর বেপারী, সাগর খান, শেখ বাবুসহ অসংখ্য সামাজিক ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য লিংকন, ওয়ালিদ তালুকদার, বাবু বেপারী, সাজ্জাদ মোল্লা, মোস্তাক, রাসেল, সাদ্দাম, জসিম, আবীর, সাগর হোসেন, রিজভী খালাসী, আবুল ব্যালাম, মোশারফ, আশরাফুল মোল্লা, জুয়েল, অরিনসহ আরো অনেকে।

এই মিলনমেলায় সংগীত, কবিতা আর স্মৃতির ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল প্যারিসের আকাশ। প্রবাসের ক্লান্তিময় জীবনে এ যেন এক নবজাগরণের সুর।