ট্যাপট্যাপ সেন্ডের উদ্যোগে ফ্রান্সের প্যারিসে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রবাস থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জনপ্রিয় অ্যাপ ‘ট্যাপট্যাপ সেন্ড’-এর উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসের অবেরভিলিয়ার্স এলাকার বাংলাদেশী কমিউনিটির সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
‘ট্যাপট্যাপ সেন্ড’-এর উদ্যোগে প্যারিসে বাংলাদেশী কমিউনিটির সম্মানে ইফতার মাহফিল
‘ট্যাপট্যাপ সেন্ড’-এর উদ্যোগে প্যারিসে বাংলাদেশী কমিউনিটির সম্মানে ইফতার মাহফিল |ছবি : নয়া দিগন্ত

প্রবাস থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জনপ্রিয় অ্যাপ ‘ট্যাপট্যাপ সেন্ড’-এর উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসের অবেরভিলিয়ার্স এলাকার বাংলাদেশী কমিউনিটির সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ফ্রান্সে বসবাসরত বিভিন্ন পেশার শতাধিক বাংলাদেশী অনুষ্ঠানে অংশ নেন।

স্থানীয় সময় শনিবার (২২ মার্চ) বাংলাদেশী একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্যারিসে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) মো: মিজানুর রহমান।

প্রকৌশলী ইসলাম আদিবুলের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্যাপট্যাপ সেন্ড বাংলাদেশ-এর অ্যাম্বাসেডর এবং মিডিয়া কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফ্রান্স টুয়েন্টিফোর-এর সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অন‍্যতম সদস্য মোহাম্মদ কামারুজ্জামান, ফ্রান্সের স্তা পৌরসভার কাউন্সিলর কৌশিক রাব্বানী খান, মাইগ্র্যান্টওয়াচ-এর সম্পাদক নিয়াজ মাহমুদ, ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির জনপ্রিয় মুখ প্রকৌশলী কল্যাণ মিত্র বড়ুয়া ও সাংবাদিক ইয়াসির আরাফাত খোকন প্রমুখ।

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) মো: মিজানুর রহমান বলেন, ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীসহ অন্যান্য দেশের প্রবাসী বাংলাদেশীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই এই ধরনের আয়োজন আমাদের ঐক্যকে আরো শক্তিশালী করবে এবং আমাদের কৃষ্টি ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখবে।

বাংলাদেশ দূতাবাস সবসময় প্রবাসীদের সেবা ও সহায়তায় কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাপট্যাপ সেন্ড বাংলাদেশ-এর অ্যাম্বাসেডর এবং মিডিয়া কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান বলেন, ট্যাপট্যাপ সেন্ড অ্যাপ ব্যবহার করে খুবই সহজে মাত্র কয়েক সেকেন্ডর মধ্যেই বিনামূল্যে বাংলাদেশে টাকা পাঠানো যায়। এছাড়া প্রথম ট্রান্সফারে EGALTUBE প্রোমোকোড ব্যবহার করলে গ্রাহকেরা ২০ পাউন্ড, ২০ ইউরো বা ২০ ডলার পর্যন্ত ইনস্ট্যান্ট বোনাস পেতে পারেন।

তিনি আরো বলেন, ট্যাপট্যাপ সেন্ড প্রবাসী বাংলাদেশীদের পাশে থাকতে পেরে গর্বিত। আমাদের লক্ষ্য হলো প্রবাসীদের জন্য অর্থ প্রেরণ সহজ করা; যাতে তারা সবসময়ই নিজেদের পরিবার ও স্বজনদের পাশে থাকতে পারেন।

ইফতার মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশী পরিবারসহ স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করা হয়।