মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৪৬৮ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডসে ইমিগ্রেশন অভিযানে মেয়াদোত্তীর্ণ পাস-কাগজপত্রবিহীন অভিযোগে ১৭৪ বাংলাদেশীসহ ৪৬৮ বিদেশীকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৪৬৮ অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৪৬৮ অভিবাসী গ্রেফতার |নয়া দিগন্ত

মালয়েশিয়ার পাহাং রাজ্যের পর্যটন নগরী ক্যামেরন হাইল্যান্ডসে ইমিগ্রেশন বিভাগের অভিযানের ১৭৪ জন বাংলাদেশীসহ ৪৬৮ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা এ তথ্য নিশ্চিত করে।

গ্রেফতারদের মধ্যে মিয়ানমারের নাগরিকই সংখ্যায় সর্বাধিক, ১৭৫ জন। এরপরেই রয়েছে বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন এবং বাকিরা অন্যান্য দেশের। তাদের বেশিভাগই শ্রমিক ও কৃষক হিসেবে ওই অঞ্চলে বসবাস ও কাজ করছিলেন।

বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবসায়িক এলাকা, নির্মাণ এলাকা এবং সবজি খামারের সাথে জড়িত হাইল্যান্ডের আশপাশের চারটি জোনে অভিযান পরিচালিত হয়েছিল।

অভিযানে অংশগ্রহণকারী বার্নামা দেখতে পেয়েছে যে জেলার বেশিভাগ সবজি প্যাকিং দোকানে বিদেশীদের কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল। অভিযানের সময়, বেশিভাগ বিদেশী বিক্রয়ের জন্য সবজি প্যাকিংয়ে ব্যস্ত ছিলেন এবং পালানোর সময় পাননি।

মোট ১ হাজার ৮৮৬ জন ব্যক্তিকে যাচাই করে মেয়াদোত্তীর্ণ পাস এবং ভ্রমণের কোনো কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ৪৬৮ জন বিদেশীকে গ্রেফতার করা হয়।