মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের ভোটার তালিকাভুক্তি ও নিবন্ধন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে পরামর্শমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সভাটির আয়োজন করেন দেশটিতে বসবাসরত কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রবাসীদের পক্ষে মো: রাসেল ও মো: সজিব হোসেন।
বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী তাজ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো: হোসেন সুমন, মো: বাবুল হোসেন, এমরান হোসেন তালুকদার, মো: ফারুক হোসেন, মো: মোক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো: শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো: রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম, দফতর সম্পাদক মো: ওমর ফারুক অনিক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দেশটিতে বসবাসরত অনিবন্ধিত বাংলাদেশীদের দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সম্পন্ন করার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ মিশনের দিকনির্দেশনা অনুযায়ী প্রবাসী বাংলাদেশীদের সুরক্ষা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে বিএনপি মালদ্বীপ শাখার পক্ষ থেকে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ পরামর্শমূলক সভার মধ্য দিয়ে মালদ্বীপে বসবাসরত লাখেরও অধিক প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার নিশ্চিতকরণসহ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত সংশ্লিষ্টদের।



