মালদ্বীপে ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন প্রবাসী বাংলাদেশীরা

প্রবাসী বাংলাদেশী ও ভারতের রয়েল টাইগার ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমপি প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ লতিফ প্রমুখ।

ওমর ফারুক, মালদ্বীপ
বিজয়ীরা
বিজয়ীরা |নয়া দিগন্ত

মালদ্বীপে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত পাঁচ দেশীয় ফুটসাল টুর্নামেন্টে ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী বাংলাদেশীদের তিলাফুশি ফুটবল ক্লাব (টিএফসি)।

শুক্রবার (২৯ আগস্ট) দেশটির বাণিজ্যিক শহর মালের লেগুনস ফুটসাল মাঠে অনুষ্ঠিত এই ফুটসাল টুর্নামেন্টে ভারতকে সেমিফাইনালে ২ গোল ও ফাইনালে শ্রীলঙ্কাকে ২ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে প্রবাসী বাংলাদেশীরা।

প্রবাসী বাংলাদেশী ও ভারতের রয়েল টাইগার ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমপি প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ লতিফ প্রমুখ।

বিপুল উৎসাহ ও উদ্দীপনায় দিবারাত্রির এই জমকালো ফুটসাল টুর্নামেন্টে অংশ নিয়েছে মালদ্বীপসহ ভারত, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মোট ২২টি দল। আর এই টুর্নামেন্ট ঘিরে দেশটিতে অবস্থানরত ফুটবলপ্রেমী সকল শ্রেণি-পেশার প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়।

খেলা শেষে রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিজয়ী দলের (টিএফসি) ক্যাপ্টেন আহমেদ সোহেল ও রানার্সআপ শ্রীলঙ্কা লায়ন্সের ক্যাপ্টেন ইজামসহ ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ মো: আসিফকে পুরস্কার এবং নগদ প্রাইজমানি তুলে দেন। এসময় শত ব্যস্ততার মধ্যেও খেলা উপভোগ করতে আসা বিপুল সংখ্যক প্রবাসী দর্শক আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন বিনোদনের পাশাপাশি মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সহযোগী ভূমিকা পালন করবে বলে মত সংশ্লিষ্টদের।