দীর্ঘ বিরতির পর মালদ্বীপে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বহুল প্রতীক্ষিত আসিফ আকবর লাইভ ইন মালদ্বীপের কনসার্টে মঞ্চ মাতাবেন তার ‘দ্য এ টিম’-এর পুরো দল নিয়ে।
শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় দেশটির হুলোমালে সিনথেটিক গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য এই কনসার্ট প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা হয়ে উঠতে চলেছে।
সংগীতাঙ্গনের যুবরাজখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর দীর্ঘ বিরতির পর মালদ্বীপের মাটিতে পারফর্ম করতে যাচ্ছেন। পুরো দল নিয়ে বহুল প্রতীক্ষিত আসিফ আকবর লাইভ ইন মালদ্বীপের কনসার্টে গাইবেন এ বাংলা গানের যুবরাজ।
কনসার্টের আয়োজক মালদ্বীপের টেলিকম কোম্পানি দিরাগু ও প্রবাসীদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা। এই সংগীতানুষ্ঠানে আসিফ তার জনপ্রিয় গানগুলোর পাশাপাশি সম্প্রতি মুক্তি পাওয়া ‘যত ভালোবাসি তোরে’, নামে নতুন গানটিও গাইবেন। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে কনসার্টের প্রস্তুতি ও সেরে ফেলেছেন আসিফ আকবর।
বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজক মালদ্বীপের বড় টেলিকম কোম্পানি দিরাগুর উদ্বোধনীয় অনুষ্ঠানে, আসিফ সময় প্রবাসীদের সাথে সময় কাটাতে এবং তাদের সামনে গান পরিবেশন করতে বরাবরই তার ভালো লাগে। একইসাথে তাদের শ্রম ও ঘামে আমাদের দেশের অর্থনীতি সচল থাকে বলেও যোগ করেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।
বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি বাংলাদেশীর বসবাস। তার মধ্যে অন্যতম হচ্ছে মালদ্বীপ। আগামীকাল দেশটির হুলোমালে সিনথেটিক গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য এই কনসার্ট ঘিরে দারুণ এক মুহূর্তের অপেক্ষায় আছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী গানপ্রেমি দর্শকরা। আর এতে আসিফ আশাও করেন এই কনসার্টে মালদ্বীপ প্রবাসীদের বিশাল একটা মিলনমেলা ঘটবে।
এছাড়া বলেন, মালদ্বীপে এমন জমকালো বাংলা সংগীতের আয়োজনে, দু’দেশের মানুষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরো সু-দৃঢ় হবে।
মালদ্বীপের টেলিকম কোম্পানি দিরাগুর, এই আয়োজন শুধু প্রবাসীদের জন্য বিনোদনই নয় বরং ভিনদেশে বাংলাদেশের কণ্ঠসঙ্গীত ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।