অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত জানা যাই অংশগ্রহণের জন্য মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ বাংলাদেশে গিয়েছিলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা স্বল্প নোটিশে বাংলাদেশ সফরের জন্য মালদ্বীপের মন্ত্রীকে ধন্যবাদ জানান। এসময় মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ রাষ্ট্রপতি ড.মোহাম্মদ মুইজ্জুর পক্ষ থেকে গভীর শোক ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং উল্লেখ করেন যে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মালদ্বীপের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
এসময় মন্ত্রী আরো বলেন,মালদ্বীপের সমাজ ও অর্থনীতিতে বাংলাদেশি প্রবাসী কর্মীদের উল্লেখযোগ্য অবদানের প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে মালদ্বীপের সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পাশাপাশি মালদ্বীপের মেডিক্যাল শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সম্পন্নের সুযোগ প্রদানে বাংলাদেশের অব্যাহত সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা মন্তব্য করেন যে মালদ্বীপ বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর সকল সদস্য রাষ্ট্রের নেতৃবৃন্দের সাথে সাক্ষাতের অভিজ্ঞতার আলোকে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সার্ক এখনও সক্রিয় ও প্রাসঙ্গিক রয়েছে।
মালদ্বীপের মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ বাংলাদেশের আসন্ন নির্বাচন উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রতি শুভকামনা জানান।এ সময় প্রধান উপদেষ্টা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন এবং মালদ্বীপের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান।তিনি সমুদ্র গবেষণাকে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবেও উল্লেখ করেন, যাতে মালদ্বীপের মন্ত্রীও সমর্থন করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে মালদ্বীপের মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর পক্ষ থেকে পাঠানো শোকবার্তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।



