মালয়েশিয়ায় শহীদ জিয়ার ৪৪তম শাহাদতবার্ষিকী পালন

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং-এর ভিআইপি পিঠাঘরে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়ায় শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন
মালয়েশিয়ায় শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন

মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং-এর ভিআইপি পিঠাঘরে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ড. এস এম রহমান তনুর সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রচার সম্পাদক এস এম বশির আলম।

এ সময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন, ভার্চ্যুয়ালী বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী তরুণ সংঘের সভাপতি হাজী মোহাম্মদ ফযলুল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, কাজী সালাহ উদ্দিন, দফতর সম্পাদক মো: আমিনুল ইসলাম রতন, যুবদলের সহ-সভাপতি মঞ্জু খা, বিএনপির সদস্য মো: জসিম উদ্দিন, যুবদলের সহ-সাধারণ সম্পাদক রমজান আলি, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির তথ্য ও আর্কাইভ সম্পাদক ফরহাদ হোসেন পলাশ, ক্রীড়া সম্পাদক মো: আরিফ হোসেন, বুকিত বিন্তাং সভাপতি মো: গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেলিম, জাসাস সভাপতি শেখ আসদুজ্জামান মাসুম, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহ জালাল, ইমন হাসান, আব্দুল হান্নান মল্লিক, শ্রমিক দল থেকে আবুল বাশার, সেরডাং স্বেচ্ছাসেবক দল থেকে নাজমুল হাসান, মহানগর থেকে এম মোজাম্মেল হক প্রধান, মুক্তিযুদ্ধের প্রজন্ম দল থেকে বাদল আহম্মেদ, যুব নেতা জাকির হোসেন, রিকি রব্বানি, বাবু সরকারসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সকলের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।