বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দলটির মালয়েশিয়া শাখা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।
বিএনপির মালয়েশিয়া শাখার সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তালহা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ।
বিএনপির প্রচার সম্পাদক এস এম বশির আলমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, ড. এস এম রহমান তনু ও সহ-সাধারণ সম্পাদক মো: কাজী সালাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিক সরকার, কামাল হোসেন, ইঞ্জিনিয়ার শাহজালাল, আনোয়ার পারভেজ, আবদুল মজিদ মাল, যুবদলের মো: জসিম উদ্দিন, নূরে সিদ্দীকী সুমন, মিরাজ মিজি, টিপু সুলতান, নাজমুল হাসান, খালিদ হাসান রিপন, মো: শাহীন, আলী শরীফ ইসমাইল আকন্দ, সাইদুর রহমান বাবু, রিকি রব্বানী, স্বেচ্ছাসেবক দলের আলী খান জুয়েল, শামসুল আলম হেলাল শিকদার, আল ইমরান, মোজাম্মেল হক প্রধান, মাহফুজুর রহমান, পলাশ তালুকদার, শ্রমিক দলের কানাল হোসেন, আবুল বাসার, বুকিত বিন্তাং বিএনপির সোহেল আজাদ, জাকারিয়া, পুডু বিএনপির মো: মানিক, মো: ইসলাম, চৌকিট বিএনপির জাহাঙ্গীর ব্যাপারী, সুমন হোসেন, ছাত্রনেতা আদিব, তামিমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু তাহের।



