ইসরাইলি অস্ত্র প্রদর্শনী স্টল বন্ধ করে দিলো ফ্রান্স

স্টল বন্ধের কারণে প্যারিস এয়ার শো ২০২৫-এর ইসরাইলি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ সীমিত হয়ে এসেছে।

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
প্যারিসে ইসরাইলি অস্ত্র প্রদর্শনী স্টল বন্ধ
প্যারিসে ইসরাইলি অস্ত্র প্রদর্শনী স্টল বন্ধ |নয়া দিগন্ত

ফ্রান্স সরকার প্যারিস এয়ার শো ২০২৫-এর ইসরাইলি প্রতিরক্ষা শিল্পের চারটি মূল স্টল বন্ধ করে দিয়েছে, কারণ সেখানে আক্রমণাত্মক অস্ত্র প্রদর্শন করা হচ্ছিল; যা স্থানীয় নিরাপত্তা বিধির পরিপন্থী।

বন্ধ হওয়া স্টলগুলো হলো এলবিট সিস্টেমস (Elbit Systems), রাফায়েল (Rafael), আইএআই (IAI) এবং ইউভিশন (Uvision). এ স্টলগুলোর ওপর কালো কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে।

ইসরাইল এ পদক্ষেপকে রাজনৈতিক এবং বাণিজ্যিক উদ্দেশ্যেপ্রণোদিত বলে তীব্র সমালোচনা করেছে। তারা দাবি করেছে, এ পদক্ষেপের মাধ্যমে ফ্রান্স নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে রক্ষা করতে চাইছে।

ফরাসি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইলের বেশ কিছু প্রতিষ্ঠানকে আগেই নির্দেশ দেয়া হয়েছিল আক্রমণাত্মক অস্ত্র প্রদর্শন না করার কথা, তা অগ্রাহ্য করলে স্টল বন্ধ করে দেয়া হবে।

তবে, ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ও কর্মীদের ক্ষোভ তৈরি হয়েছে এই পদক্ষেপের কারণে।

এ ঘটনা ইসরাইল ও ফ্রান্সের মধ্যে মানবিক উত্তেজনা এবং প্রতিরক্ষা শিল্পে বাণিজ্যিক প্রতিযোগিতা নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে বলে পর্যবেক্ষক মহল মনে করে।

স্টল বন্ধের কারণে প্যারিস এয়ার শো ২০২৫-এর ইসরাইলি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ সীমিত হয়ে এসেছে।

এটি ইসরাইলি প্রতিরক্ষা শিল্পের বিরুদ্ধে ফ্রান্সের কঠোর অবস্থানের প্রতিফলন, বিশেষ করে গাজা ও ইরানের সাথে বর্তমানে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে।