ফ্রান্সে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রান্স বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) প‍্যারিস সংলগ্ন ওবেরভিলিয়ে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি মসজিদে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি এইচ এম রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রহুল আমিন আবদুল্লাহ, সহ-সভাপতি প্রফেসর তসলিম উদ্দিন, ফ্রান্স বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ফ্রান্স যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক লায়েক আহমেদ তালুকদার, জাসাস ফ্রান্স শাখার সদস্য সচিব মেহেদী হাসান রনি, জহিরুল ইসলাম, মির্জা সুমন, খাইরুল আমিন খসরু, মসিউর রহমান, আলম খান, মো: জাহেদুল ইসলাম, রকি, আজিক, মো. বাপ্পী প্রমুখ।

আলোচনায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশ গঠনে তার অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার ওপর আলোকপাত করেন।

তারা বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।’

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল শেষে ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দ পোস্টাল ব্যালেটের মাধ্যমে তাদের ভোট দেন এবং নির্ধারিত পোস্ট বক্সে ব্যালট পেপার জমা দেন।