নরসিংদী কমিউনিটি ইন ফ্রান্স প্রবাসীদের সমুদ্র ভ্রমণ উৎসব

সমুদ্রের পাড়ে হাসি-আনন্দে ভরা অসংখ্য মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরার ফ্রেমে, যা হয়ে থাকবে এক অমূল্য স্মৃতি। প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হয় ফ্রান্সের বুকে ছোট্ট আরেকটি বাংলাদেশ।

অনলাইন প্রতিবেদক
নরসিংদী কমিউনিটি ইন ফ্রান্স প্রবাসীদের সমুদ্র ভ্রমণ উৎসব পালিত
নরসিংদী কমিউনিটি ইন ফ্রান্স প্রবাসীদের সমুদ্র ভ্রমণ উৎসব পালিত |নয়া দিগন্ত

‎নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্স শাখার বাৎসরিক সমুদ্র ভ্রমণ ছিল একটি রৌদ্রজ্জ্বল, প্রাণবন্ত দিনে পরিবেষ্টিত। আনন্দ, আড্ডা, খেলাধুলা, আর সুস্বাদু খাবারে ছিল ভরপুর। মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা আর মজার মজার গেমস-সবকিছুতেই ছিল উচ্ছ্বাস আর প্রাণ। সমুদ্রের পাড়ে হাসি-আনন্দে ভরা অসংখ্য মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরার ফ্রেমে, যা হয়ে থাকবে এক অমূল্য স্মৃতি। প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হয় ফ্রান্সের বুকে ছোট্ট আরেকটি বাংলাদেশ।

‎‎নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্স এই আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন ফ্রান্স শাখার সভাপতি আজম খান, সহ-সভাপতি মাসুদ হায়দার, সাধারণ সম্পাদক সজিব সুদ্রধর রগু, যুগ্ম সম্পাদক সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুলসহ কমিটির আরো অনেকে। নানা বয়সের সদস্যরা শিশু থেকে শুরু করে প্রবীণরাও!

উপস্তিত ছিলেন নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্সের ‎পৃষ্ঠপোষক, ঢাকা বিমানবন্দরের সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার ও জাগপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মো: এনামুল হক।