আল-আজহারের হলে আগুন : অল্পে রক্ষা ইন্দোনেশিয়া-আফগানিস্তানের শিক্ষার্থীরা

কায়রোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত একটি আবাসিক ভবনের চতুর্থ তলার একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এলামী মো: কাউসার, কায়রো (মিশর)
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের হলে আগুন
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের হলে আগুন |নয়া দিগন্ত

মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে সম্প্রতি ঘটে যাওয়া আগুনের ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ইন্দোনেশিয়া ও আফগানিস্তান থেকে আগত শিক্ষার্থীরা।

সূত্রে জানা যায়, কায়রোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত একটি আবাসিক ভবনের চতুর্থ তলার একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধোঁয়ায় মুহূর্তেই ঘর ভরে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ফ্লোরে।

ঘটনার সময় কক্ষে ঘুমিয়ে ছিলেন ইন্দোনেশিয়ার দু’জন ও আফগানিস্তানের একজন ছাত্র। হঠাৎ ধোঁয়া ও গন্ধ পেয়ে জেগে উঠে দরজা খুলে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে অন্য শিক্ষার্থীরা ছুটে আসে এবং উদ্ধার করে।

স্থানীয় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কিছু আসবাবপত্র, বিছানা ও বই-পুস্তক পুড়ে গেলেও বড় ধরনের ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কিছু শিক্ষার্থী হালকা ধোঁয়াজনিত শ্বাসকষ্টে ভুগছেন।

বিশ্ববিদ্যালয় হল কর্তৃপক্ষ এবং ছাত্রকল্যাণ দফতর, পুলিশ প্রশাসনের লোকজন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দিয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বৈদ্যুতিক লাইন সংস্কার ও জরুরি প্রশিক্ষণের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

উল্লেখ্য, আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বিশ্বের ১৪০টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছে। এ ধরনের ঘটনা আন্তর্জাতিক ছাত্রদের মাঝে উদ্বেগের সৃষ্টি করেছে। শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের দ্রুত তদন্ত এবং সঠিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।