মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানী মালের একটি অভিজাত রেস্তোরাঁর মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওমর ফারুক, মালদ্বীপ
সাংবাদিকদের সাথে মতবিনিময়
সাংবাদিকদের সাথে মতবিনিময় |নয়া দিগন্ত

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজের সাথে দেশটিতে কর্মরত দেশের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানী মালের একটি অভিজাত রেস্তোরাঁর মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন মিশনের তৃতীয় সচিব মো: জিল্লুর রহমানসহ গণমাধ্যমকর্মীদের সংগঠন প্রবাসী সাংবাদিক ফোরাম ‘মালদ্বীপ’-এর নেতারা।

মতবিনিময় সভায় প্রবাসীদের নানা জটিলতা নিরসনের ব্যাপারে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন প্রবাসী গণমাধ্যমকর্মীদের নেতারা। বিশেষ করে দেশটিতে যাওয়া নতুন কর্মীদের ফ্রি ভিসার প্রবণতা রোধে সচেতনতা বৃদ্ধিসহ প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার্থে যেকোনো একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার গুরুত্ব নিয়ে আলোচনা হয়৷

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে প্রবাসী গণমাধ্যম কর্মীদের পেশাদারিত্বের প্রশংসা করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজ এবং দেশের বাইরে থেকে বাংলাদেশের গণমাধ্যমে কাজ করা অনেক বেশি চ্যালেঞ্জিং এবং ব্যক্তিগত কাজের ফাঁকে বিদেশে বসে সাংবাদিকতা করা অনেকটাই সংগ্রামের। প্রবাসী সাংবাদিকদের দৈনন্দিন কর্মযজ্ঞ তুলে ধরার পাশাপাশি মালদ্বীপের আইনকানুন, রীতিনীতি মেনে চলার ব্যাপারে প্রবাসীদের সচেতন করে তোলার ক্ষেত্রেও সাংবাদিকদের ভূমিকার ওপর জোর দেন তিনি।

এছাড়া ফ্রি ভিসার প্রবণতা থেকে বেরিয়ে আসার জন্য নতুন কর্মীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশের সম্মান অক্ষুণ্ন রেখে, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য প্রবাসী গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান হাইকমিশনার।

মতবিনিময় সভায় নিউজ টুয়েন্টিফোরের মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, দৈনিক নয়া দিগন্ত ও সময় টিভির মালদ্বীপ প্রতিনিধি ওমর ফারুক খোন্দকার, প্রবাস মেলা পত্রিকার প্রতিনিধি মো: মনিরুজ্জামান মনির, ওয়ান নিউজ বিডির প্রতিনিধি মো: রবিউল আলম, জি টিভির প্রতিনিধি আব্দুল্লাহ কাদের, বাংলা টিভির প্রতিনিধি মো: সোহেল রানা, একুশে সংবাদের প্রতিনিধি মো: আনোয়ার হোসেন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।