ছাতকে জামায়াতের প্রবাসী সংবর্ধনায় ৫০ প্রবাসী নেতাকর্মীর যোগদান

সুনামগঞ্জের ছাতকে জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত প্রবাসী সংবর্ধনায় বিভিন্ন দলের প্রবাসীসহ অন্তত ৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Dowarabazar
ছাতকে জামায়াতের প্রবাসী সংবর্ধনায় ৫০ প্রবাসী নেতাকর্মীর যোগদান
ছাতকে জামায়াতের প্রবাসী সংবর্ধনায় ৫০ প্রবাসী নেতাকর্মীর যোগদান |নয়া দিগন্ত

সুনামগঞ্জের ছাতকে জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত প্রবাসী সংবর্ধনায় বিভিন্ন দলের প্রবাসীসহ অন্তত ৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে ছাতক উপজেলার নোয়ারাই ইউপি’র ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে কর্তৃক রাজারগাঁও গ্রামে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে যোগদানকারী প্রবাসীদের ক্রেস্ট তুলে দেন এবং অন্য নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী’র এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

রাজারগাঁও গ্রামের মো: তাজুল ইসলামের সভাপতিত্বে ও নোয়ারাই ইউপি’ জামায়াতের আমীর হাফিজ কাওছার আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা: হারুন অর রশীদ, ছাতক উপজেলা জামায়াতের আমির মাওলানা আকবর আলী, নোয়ারাই ইউপির সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, সিলেট মহানগর জামায়াতে নেতা ইঞ্জিনিয়ার জাফর আলী।

এসময় ছাতক পৌর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আফজাল হোসেন, সাবেক ছাত্রনেতা হাফিজ বিলাল হোসাইন, সোলেমান আহমদসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান উপস্থিত সবাইকে দুপুরের খাবার আপ্যায়ন করেন ৮নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে যোগদান অনুষ্ঠানের সমাপ্তি হয়।