মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন এমসিএ’র নতুন সেশন ২০২৫-২০২৭ এর জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
গত ১৮ অক্টোবর এমসিএ’র প্রথম শূরা কাউন্সিল সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ৫ অক্টোবর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কেন্দ্রীয় সভাপতি ও শূরা কাউন্সিল নির্বাচন সম্পন্ন হওয়ার পর শূরা কাউন্সিলের প্রথম অধিবেশনে নতুন ও পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা ও দায়িত্ব বণ্টন করা হয়। সভায় নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি শূরা কাউন্সিলের পরামর্শক্রমে সাধারণ সম্পাদকসহ অন্যান্য দায়িত্বশীলদের বিভিন্ন দায়িত্ব বণ্টন করেন। এই সেশনে শূরা কাউন্সিলে ৪০ জন নির্বাচিত সদস্য ও ২০ জন মনোনীত সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।
নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হামিদ হোসাইন আজাদ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল মতিন চৌধুরী।
প্রথম শূরা কাউন্সিল সভায় ৬০ জনকে শূরা কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়। সেইসাথে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়, তারা হলেন- হামিদ হোসাইন আজাদ, নুরুল মতিন চৌধুরী, ড. দিলদার হোসেন চৌধুরী, মুসাদ্দিক আহমেদ, মুহাম্মদ মুস্তাক আহমেদ, নেসার আহমেদ, হাসান কাউসার আহমেদ, ড. আবদুদ দাইয়ান মোহাম্মদ ইউনুস, মনোয়ার হোসেন, রাজু মোহাম্মদ শিবলী, আছমা খান, সাইয়্যেদা আঞ্জুমারা বেগম ও দিলওয়ার হোসাইন খান।
সেইসাথে বিভাগীয় দায়িত্বগুলো বণ্টন করা হয়, তারা হলেন, কেন্দ্রীয় সভাপতি হামিদ হোসাইন আজাদ, সাধারণ সম্পাদক নুরুল মতিন চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর দিলওয়ার হোসাইন খান, ডেপুটি সেক্রেটারি ড. দিলদার হোসেন চৌধুরী ও মুসাদ্দিক আহমেদ, অ্যাসিটেন্ট সেক্রেটারি হাসান কাউসার আহমেদ ও ড. আশরাফ মাহমুদ।
প্রশিক্ষণ সম্পাদক ড. আবদুদ দাইয়ান মোহাম্মদ ইউনুস, দাওয়াহ সম্পাদক নেসার আহমেদ, অফিস ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ মুস্তাক আহমেদ, সামাজিক ন্যায়বিচার, কমিউনিটি সম্প্রীতি ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, মিডিয়া, গবেষণা ও প্রকাশনা সম্পাদক মুজাম্মেল হোসেন তুহিন, স্কাউট ও অ্যাফিলিয়েটস যুব সম্পাদক হাসান সিরাজ সালেকিন এবং যুব সম্পাদক তারেক রহমান।
এছাড়াও ৫ জন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন, তারা হলেন- হাফিজ আবুল হুসাইন খান, জমিরুল ইসলাম বাবু, সাইয়েদ তোফায়েল হোসাইন, রাজু মোহাম্মদ শিবলী এবং মাহফুজ নাহিদ।
নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে এমসিএর সদস্যরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির উদ্যোগে ইউকে ও ইউরোপের মুসলমানদের প্রাণের সংগঠন আগামী দিনে আরো শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ।



