মালয়েশিয়ায় প্রবাসী ব্যবসায়ী ও নেত্রকোণা জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী মো: সাইফুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও প্রচারের অভিযোগ উঠেছে। সম্মানহানিকর এ ঘটনার বিরুদ্ধে তিনি কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে লিখিত স্বারকলিপি জমা দিয়েছেন এবং নেত্রকোণার কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১০৫৮/২৭/১০/২৫) করেছেন।
আজ মঙ্গলবার কুয়ালালামপুরের জালান আমপাংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান।
তিনি বলেন, ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ থেকে তার মালিকানাধীন বাণিজ্যিক ভবনকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত ও বিকৃত তথ্য সম্বলিত একটি ভিডিও প্রচার করা হয়েছে, যা তার এবং পরিবারের সদস্যদের ভয়াবহ মানহানি ঘটিয়েছে।
হাইকমিশনে দাখিল করা আবেদনে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৮ বছর ধরে মালয়েশিয়ায় বসবাসরত একজন দায়িত্বশীল প্রবাসী হিসেবে তিনি নিয়মিত রেমিট্যান্স প্রেরণ করে আসছেন। ২০২৪-২৫ অর্থ বছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তিনি নেত্রকোণা জেলা প্রশাসকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত হয়েছেন।
তিনি দাবি করেন, এই অপপ্রচার একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত, সুষ্ঠু ও যথাযথ তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সুবিচার নিশ্চিত করা হোক।
প্রবাসী এই ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় কুয়ালালামপুরে বাংলাদেশী কমিউনিটির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



