মালয়েশিয়ায় বাংলাদেশী শিক্ষার্থীদের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল কাপ অনুষ্ঠিত

বৃহস্পতিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার মাঠে এ জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
বাংলাদেশী শিক্ষার্থীদের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল কাপ অনুষ্ঠিত
বাংলাদেশী শিক্ষার্থীদের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল কাপ অনুষ্ঠিত |সংগৃহীত

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন Bangladeshi Students in Malaysia (BSM)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত Hyper Connect আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল কাপ–২০২৫।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার মাঠে এ জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের টাইটেল স্পনসর ছিল Hyper Connect এবং কো-স্পনসর হিসেবে ছিল PRAN, যারা পুরো আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফাইনাল ম্যাচে ইউনিভার্সিটি ইউসিএমআই ৫-১ গোলে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া।

বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন- সেরা খেলোয়াড় (ম্যান অফ দ্য টুর্নামেন্ট): মো. সফিকুল ইসলাম, সর্বোচ্চ গোলদাতা (টপ স্কোরার): সাব্বির আহমেদ (১৫ গোল), সেরা গোলরক্ষক (বেস্ট গোলকিপার): মহিউল ইসলাম হাসিব।

টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. আমির আকরামিন বিন শাফি, প্রিন্সিপাল ডাইরেক্টর, অফিস অব দ্য ডেপুটি রেক্টর (একাডেমিক অ্যান্ড ইন্টারন্যাশনালাইজেশন), আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া, গোম্বাক ক্যাম্পাস। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন BSM-এর প্রধান ফাউন্ডিং উপদেষ্টা ড. মোহাম্মদ মহিউদ্দিন।

এছাড়াও ড. এস. এম. আফজাল হক, ড. মোহাম্মদ নাজমুস সায়াদাত, BSM-এর ফাউন্ডিং উপদেষ্টা জুবায়ের রহমান এবং মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২টি দল অংশগ্রহণ করে। আয়োজনটি বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব ও খেলাধুলার মনোভাবকে আরও দৃঢ় করেছে।