ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের সমাবেশ

শনিবার (১৩ ডিসেম্বর) ঐতিহাসিক আলতাব আলী পার্কে বাদ জোহর ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ সমাবেশে অংশ নেয় ইনকিলাব মঞ্চ, ইউকে।

ইআরআইয়ের প্রতিবাদ সমাবেশ
ইআরআইয়ের প্রতিবাদ সমাবেশ |নয়া দিগন্ত

লন্ডন প্রতিনিধি

জুলাইযোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সমাবেশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই)।

শনিবার (১৩ ডিসেম্বর) ঐতিহাসিক আলতাব আলী পার্কে বাদ জোহর ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ সমাবেশে অংশ নেয় ইনকিলাব মঞ্চ, ইউকে।

ইআরআইয়ের ভাইস প্রেসিডেন্ট রোকতা হাসানের পরিচালনায় এবং প্রেসিডেন্ট মাহবুব আলী খানশূরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে ইআরআইয়ের সেক্রেটারি জেনারেল নওশীন মুস্তারি মিয়া সাহেব, ইআরআইয়ের সহকারী সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ মিলাদ, সদস্য আব্দুল কাদের, ফরিদ উদ্দিন, জামায়াত নেতা আব্দুল মুনিম, ইনকিলাব মঞ্চ- ইউকের আহ্বায়ক রিয়াজ মুজাহিদ, সদস্য সচিব বেলাল হোসেন, যুগ্ম সদস্য সচিব নাকিব চৌধুরী, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সহ-সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম, স্ট্যান্ড ফর হিউমান রাইটসের সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ সমাবেশে বক্তব্য রাখেন।

সমাবেশে ‘আমরা সবাই হাদি হবো, মুক্তভাবে কথা বলবো’, ‘উই আর হাদি, উই আর হাদি’, ‘দিল্লী না ঢাকা? ঢাকা– ঢাকা’ প্রভৃতি স্লোগান দেয়া হয়।

মাহবুব আলী খানশূর বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদদের রক্তের যথাযথ বদলা, জুলাই প্রজন্ম নিতে শিখেছে। অনতিবিলম্বে এর সাথে জড়িতদের শাস্তির আওতায় না আনলে এর পরিণতি ভয়াবহতায় পরিণত হবে।’

ইনকিলাব মঞ্চ, ইউকের আহ্বায়ক রিয়াজ মুজাহিদ বলেন, ‘জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর যারা গুলি চালিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। সন্ত্রাসীদের গ্রেফতারে দ্রুত পদক্ষেপ না নিলে যে পরিস্থিতি তৈরি হবে তার দায় সরকারকে নিতে হবে।’