মালয়েশিয়ায় কথা বলতে না পারা অসুস্থ এক বাংলাদেশী প্রবাসীর পরিচয় শনাক্ত করার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
বুধবার (৫ অক্টোবর) দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৫টা ৩০ মিনিটে হাইকমিশনের প্রধান ফটকের সামনে এক বাংলাদেশীকে অচেতন ও অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তার সাথে কোনো পরিচয়পত্র (পাসপোর্ট, এনআইডি) বা মোবাইল ফোন ছিল না। পরে হাইকমিশনের উদ্যোগে তাকে দ্রুত কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বরাত দিয়ে হাইকমিশন জানিয়েছে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ এবং এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। নিজের নাম কিংবা পরিচয়ও জানাতে পারেননি। তার হাত ও পায়ে আঘাতের চিকিৎসা চলছে।
হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে হাসপাতাল ও চিকিৎসকের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।
যদি কারো কাছে ওই ব্যক্তির বিষয়ে কোনো তথ্য থাকে বা তার আত্মীয়-স্বজনের পরিচয় জানা থাকে, অনুগ্রহ করে দ্রুত বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করতে বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশীদের প্রতি অনুরোধ জানিয়েছে।



