তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাবিপ্রবিতে মশাল মিছিল

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে প্রায় সতেরো শ’ হেক্টর জমি পুনরুদ্ধার সম্ভব হবে। এর মাধ্যমে তিস্তা অঞ্চলের দীর্ঘদিনের ভোগান্তি সম্ভাবনায় রূপ নেবে।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Jamalpur
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল |নয়া দিগন্ত

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে জাবিপ্রবির রংপুর বিভাগ ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি হল থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘জাগো বাহে, কোনঠে সবাই’, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগান দেন।

মিছিলে বক্তব্য রাখেন কাজী মো: ইসমাঈল হোসেন, শাহারুক ইসলাম, কেয়া আক্তার ও লিটন আকন্দ।

শিক্ষার্থীরা বলেন, ‘তিস্তা উত্তরবঙ্গের মানুষের জীবন, সংস্কৃতি ও আবেগের প্রতিচ্ছবি। তিস্তা নদীর অববাহিকায় পাঁচটি জেলার মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দেয়াসহ নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন শুরু করতে হবে।’

ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাজী মো: ইসমাঈল হোসেন বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে প্রায় সতেরো শ’ হেক্টর জমি পুনরুদ্ধার সম্ভব হবে। এর মাধ্যমে তিস্তা অঞ্চলের দীর্ঘদিনের ভোগান্তি সম্ভাবনায় রূপ নেবে। তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে, আর উত্তরবঙ্গ বাঁচলে বাংলাদেশও বাঁচবে।’

লিটন আকন্দ বলেন, ‘তিস্তায় কৃষিযোগ্য বিপুল পরিমাণ জমি পুনরুদ্ধার হলে কৃষি উৎপাদন বাড়বে এবং দেশ অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হবে। ২০২৪ পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য আর মেনে নেয়া হবে না।’