কুয়েটে একাডেমিক কার্যক্রম শুরু

এদিন সকালে কুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড. মো: মাকসুদ হেলালী বিভিন্ন বিভাগের ক্লাস পরিদর্শন করেন।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
কুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড. মো: মাকসুদ হেলালী বিভিন্ন বিভাগের ক্লাস পরিদর্শন করছেন।
কুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড. মো: মাকসুদ হেলালী বিভিন্ন বিভাগের ক্লাস পরিদর্শন করছেন। |নয়া দিগন্ত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সাড়ে পাঁচ মাসের অচলাবস্থার অবসান হয়েছে।

মঙ্গলবার থেকে ক্লাসসহ সব একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। এদিন সকালে কুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড. মো: মাকসুদ হেলালী বিভিন্ন বিভাগের ক্লাস পরিদর্শন করেন।

এর আগে, সোমবার শিক্ষক সমিতির সভায় আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্তের পর মূলতঃ বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাস শুরুর নির্দেশ দেয়।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদল এবং বহিরাগতদের সন্ত্রাসী হামলার পর কুয়েটে সমস্যা শুরু হয়। শিক্ষার্থীরা প্রথমে হামলাকারীদের শাস্তি দাবি জানান। পরে হামলাকারীদের পক্ষাবলম্বন করছেন অভিযোগ তুলে তৎকালীন ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চলে। ‎শিক্ষার্থীদের আন্দোলনে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং প্রো-ভিসি অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়।

এর মধ্যে গত ১ মে চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: হযরত আলীকে অন্তবর্তী ভিসি নিয়োগ দেয় হয়। অচলাবস্থা নিরসনে ব্যর্থ হয়ে ২২ মে তিনি পদত্যাগ করেন। সবশেষ গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো: মাকসুদ হেলালীকে ভিসি নিয়োগ করে শিক্ষা মন্ত্রণালয়। পরদিন শুক্রবার তিনি যোগদান করেন।