আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে সব প্রার্থীর জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১১ সেপ্টেম্বর ভোটগ্রহণের আগে এ পরীক্ষা সম্পন্ন করা হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো: মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৩১ আগস্ট জাকসু নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অধিকাংশ প্রার্থী জাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবি জানিয়েছেন। সামগ্রিক প্রতিক্রিয়া বিশ্লেষণ করে নির্বাচন কমিশন আলোচনার মাধ্যমে প্রার্থীদের এ প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরো জানান, সকল প্রার্থীর ডোপ টেস্ট নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে একটি চিঠি পাঠানো হয়েছে।
এর আগে ৩১ আগস্ট নির্বাচন কমিশনের উদ্যোগে জাকসু নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাকসু ও হল সংসদের অধিকাংশ প্রার্থী সবার ডোপ টেস্ট চালুর পক্ষে জোরালো সমর্থন ব্যক্ত করেন।