সাজিদ হত্যার বিচারের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলন

‘সাজিদ হত্যার বিচারের জন্য মামলাসহ উচ্চতর তদন্তে যা করা প্রয়োজন প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। আজ সাজিদের পরিবার ক্যাম্পাসে এসেছে। তাদের পূর্বের করা জিডি হত্যা মামলায় রূপান্তর করা হবে।’

তাজমুল জায়িম, ইসলামী বিশ্ববিদ্যালয়

Location :

Kushtia
সাজিদ হত্যার বিচারের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলন
সাজিদ হত্যার বিচারের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলন |নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে তিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে একযোগে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় সাজিদ হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এদিন বেলা ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ সময় আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ব্যানারে ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘ক্যাম্পাসে আমাদের ভাই সাজিদ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। হত্যাকারীদেরকে প্রশাসন এখনো চিহ্নিত করতে পারেনি। প্রশাসন যদি সাজিদ হত্যার বিচার করতে না পারে, তাহলে তাদের এই দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার থাকে না। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর মাধ্যমে তদন্ত করে অপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। সাজিদ হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

এদিকে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে মানববন্ধন করে ঢাকা ইউনিভার্সিটি মিল্লাতিয়ান অ্যাসোসিয়েশন।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘রাবিস্থ মিল্লাত পরিবার’ ব্যানারে একই সময়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় তারাও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

ইবি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ বিষয়ে বলেন, ‘সাজিদ হত্যার বিচারের জন্য মামলাসহ উচ্চতর তদন্তে যা করা প্রয়োজন প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। আজ সাজিদের পরিবার ক্যাম্পাসে এসেছে। তাদের পূর্বের করা জিডি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এছাড়া পিবিআইকে দায়িত্ব হস্তান্তর করাসহ ক্যাম্পাসের সার্বিক বিষয়ে সিন্ডিকেট সভা হবে। সিন্ডিকেটের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী কাজ করা হবে। আমরা সাজিদ হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে শতভাগ কাজ করে যাবো।’

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেল সাড়ে ৬টার দিকে শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের লাশটি উদ্ধার করা হয়। সাজিদ আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এদিকে সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তদন্ত রিপোর্ট হস্তান্তর করেছে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি। একইসাথে বিষয়টি নিয়ে রাষ্ট্রীয় তদন্ত সংস্থা দিয়ে উচ্চতর তদন্তের সুপারিশ করেছে কমিটি।