ইসকন নিষিদ্ধের দাবিতে জাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসকন বাংলাদেশে এসে ভিন্ন মতাবলম্বী হিন্দুদের মন্দির দখল, মুসলিমদের ধর্মীয় কার্যক্রমে বাধা, গুলি বর্ষণ, লাভ ট্র্যাপের মাধ্যমে চরিত্র হননসহ নানা দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Jamalpur
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ |নয়া দিগন্ত

গাজীপুরে এক মসজিদের খতিবকে গুম ও হত্যাচেষ্টার প্রতিবাদ এবং বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল থেকে শুরু হয়ে মিছিলটি মূল ফটকে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘উগ্রবাদী সন্ত্রাসী’, ‘ইসকনের ঠাঁই নাই’, ‘স্বৈরাচারের সঙ্গী’ ইত্যাদি স্লোগান দেন।

তারা অভিযোগ করেন, ইসকন বাংলাদেশে বিভিন্ন সময় ধর্মীয় ও সামাজিক বিষয়ে হস্তক্ষেপ করে এবং ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা চালায়।

বিক্ষোভে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কাজী মো: ইসমাঈল হোসেন, সিএসই বিভাগের শিক্ষার্থী ফাহাদ ইসলাম ও লিটন আকন্দসহ আরো অনেকে।

বক্তারা বলেন, গাজীপুরে আশা মনির ধর্ষণ ও এর প্রতিবাদ করায় এক ইমামকে গুম ও হত্যাচেষ্টার ঘটনায় ইসকনের নাম উঠে এসেছে।

তারা দাবি করেন, ইসকন একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, যার বিরুদ্ধে নিউইয়র্কে শিশু নির্যাতনের মামলাও রয়েছে।

কাজী মো: ইসমাঈল হোসেন বলেন, ‘ইসকন বাংলাদেশে এসে ভিন্ন মতাবলম্বী হিন্দুদের মন্দির দখল, মুসলিমদের ধর্মীয় কার্যক্রমে বাধা, গুলি বর্ষণ, লাভ ট্র্যাপের মাধ্যমে চরিত্র হননসহ নানা দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত। এমনকি আবরার ফাহাদ হত্যাকাণ্ডেও তাদের সম্পৃক্ততা রয়েছে।’ তিনি সরকারকে অনতিবিলম্বে ইসকন নিষিদ্ধ করার আহ্বান জানান।

সিএসই বিভাগের শিক্ষার্থী ফাহাদ আহমেদ বলেন, ‘ইসকন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের কুকর্ম রোধে নিষিদ্ধ ঘোষণা জরুরি।’