ইবিতে রিকশা-ভ্যানচালকদের মাঝে জিয়া পরিষদের রেইনকোট বিতরণ

‘বেশি-বেশি কাজ করতে হবে মানুষের জন্য। দলের চেয়ে দেশ বড় যদি হয়, আমাদের রাজনীতি-চিন্তাভাবনা-কর্ম সব কিছুই জনগণের উদ্দেশ্যে হবে। মানুষের জন্য যদি আমরা রাজনীতি এবং কর্মকাণ্ড পরিচালনা করতে পারি, সেখানেই আমাদের সফলতা।’

তাজমুল জায়িম, ইসলামী বিশ্ববিদ্যালয়
ইবিতে জিয়া পরিষদের রেইনকোট বিতরণ
ইবিতে জিয়া পরিষদের রেইনকোট বিতরণ |নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রিকশা-ভ্যানচালকদের মাঝে রেইনকোট বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ।

সোমবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসের বাংলা মঞ্চে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন রিকশা-ভ্যানচালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইবির প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। সম্মানীয় অতিথি ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন।

এছাড়াও ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. মো: আলীনূর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমান, অধ্যাপক ড. জাকির হোসেন, এস্টেট অফিস প্রধান আলাউদ্দিন, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি আব্দুল মঈদ বাবুল এবং ছাত্রদল ইবি শাখার সভাপতি সাহেদ আহম্মেদসহ অন্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বেশি-বেশি কাজ করতে হবে মানুষের জন্য। দলের চেয়ে দেশ বড় যদি হয়, আমাদের রাজনীতি-চিন্তাভাবনা-কর্ম সব কিছুই জনগণের উদ্দেশ্যে হবে। মানুষের জন্য যদি আমরা রাজনীতি এবং কর্মকাণ্ড পরিচালনা করতে পারি, সেখানেই আমাদের সফলতা।’