ননএমপিও শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে সর্বদলীয় রাজনৈতিক জাতীয় নেতৃবৃন্দ সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সাথে সাক্ষাত করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণে করণীয় শীর্ষক পরামর্শমূলক মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মো: জাকির হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সহ-সম্পাদক রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ, মাদরাসা শিক্ষা ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী, এবি পার্টির শিক্ষা বিভাগের সভাপতি অধ্যাপক ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি এ বি এম জাকারিয়া, জামায়াতে ইসলামীর শিক্ষা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ ড. ইকবাল হোসেন ভূঁইয়া, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক এ বি এম ফজলুল করিম, এনসিটি’র যুগ্ম মুখ্য সংগঠক মো: মেসবাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: ফয়সাল, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ-সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম।
শিক্ষা উপদেষ্টার সাথে মতবিনিময় শেষে সচিবালয়ের সামনে ড. শফিকুল ইসলাম মাসুদের উপস্থাপনায় উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। এসময় তিনি বলেন, ‘সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষকদের দাবি নিয়ে আজকে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। রাজনৈতিক এমন উদ্যোগে এক নতুন মাইলফলক সৃষ্টি করেছে এবং ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে।’
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘শিক্ষাখাতে শৃঙ্খলা ফেরাতে এখনই পদক্ষেপ নেয়া দরকার। শিক্ষককেরা দীর্ঘদিন ধরে রাজপথে আছেন। এবার তাদের বাড়িতে ফিরে যাওয়া দরকার। তবে একেবারে খালি হাতে তাদের ফিরিয়ে না দিয়ে অন্তত্য একটা প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের বাড়ি ফিরে যাওয়ার উদ্যোগ নিতে আমরা শিক্ষা উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে প্রস্তাব করেছি। আমাদের প্রস্তাবে সম্মতি প্রকাশ করে মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন, সর্বদলীয় প্রতিনিধিত্ব সরকারের জন্য সহযোগিতা মূলক এক নতুন উদ্যোগ।’
তিনি এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন ঐক্য জাতির জন্য শুভ লক্ষণ। সকল রাজনেতিক দল যদি একমত হয়ে কী করা যায় এবং কী করা যায় না এমন পরামর্শ সরকারকে দেয় তবে সরকারের জন্য এটি সহযোগিতামূলক কাজ হিসেবে সহায়ক হবে। এবং পরবর্তী সময়ে যারা সরকারের আসবে তারা কী করবে এসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনা করে আসলে কাজ করা সহজ হবে।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ করেছি শিক্ষকদের কেবল আশ্বাস দিয়ে ঘরে ফিরিয়ে না দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।’
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘সদ্য বিদায়ী শিক্ষা সচিব এরআগেও নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিয়ে জুলাইতে কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি জুলাই ফেরিয়ে নভেম্বর চললেও বাস্তবায়ন হয়নি।’
তিনি আরো বলেন, ‘আমিরে জামায়াত ইতোপূর্বে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী সুযোগ পেলে শিক্ষকদের সকল যৌক্তিক দাবি পূরণ করবে। পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় আসুক শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণে আমার তাদেরও সহযোগিতা করবো।’ প্রেস বিজ্ঞপ্তি



