ঢাবির আবাসিক হলে ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ স্থাপনের উদ্যোগ

শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের মৌলিক চাহিদা বিবেচনায় এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ শুধু একটি ল্যাব নয়, বরং দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের একটি কেন্দ্র হিসেবে কাজ করবে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাবির আবাসিক হলে ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ স্থাপনের উদ্যোগ
ঢাবির আবাসিক হলে ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ স্থাপনের উদ্যোগ |সংগৃহীত

আধুনিক শিক্ষা ও প্রযুক্তির যুগে কম্পিউটার একটি অপরিহার্য অনুষঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বাস্তবতায় শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণা, জ্ঞানচর্চা, কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনে একটি কার্যকর কম্পিউটার ল্যাবের গুরুত্ব অপরিসীম।
এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ নামে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

ল্যাবগুলো স্থাপিত হলে শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরেও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। গবেষণা, একাডেমিক প্রস্তুতি, ডেটা বিশ্লেষণ, থিসিস প্রস্তুতকরণ এবং অনলাইনভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণ সহজতর হবে। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীরা আরো সক্ষম হয়ে উঠবেন।

শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের মৌলিক চাহিদা বিবেচনায় এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ শুধু একটি ল্যাব নয়, বরং দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের একটি কেন্দ্র হিসেবে কাজ করবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পরিকল্পনার বিষয়ে অবহিত করা হলে তারা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। প্রতিটি আবাসিক হলে ল্যাব স্থাপনের জন্য একটি রুম বরাদ্দ দেয়া হলে বাকি কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সেন্ট্রাল প্রশাসনকে অবহিত করার পাশাপাশি শেখ মুজিব হল ও রোকেয়া হলের প্রোভোস্ট বরাবর ইতোমধ্যে লিখিত আবেদন জমা দেয়া হয়েছে। অচিরেই অন্যান্য আবাসিক হলেও রুম বরাদ্দের আবেদন করা হবে এবং বরাদ্দ পাওয়া মাত্র ল্যাব স্থাপনের কাজ শুরু করা হবে।

ল্যাবগুলোকে শিক্ষার্থীদের জন্য আরো কার্যকর করতে ইতোমধ্যে কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ বিষয়ে যেকোনো পরামর্শকে গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।