হাবিপ্রবি ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে সোমবার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় আগামী ৫ থেকে ৮ মে অনুষ্ঠিত হবে।

রাফিউল হুদা, হাবিপ্রবি

Location :

Dinajpur
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |নয়া দিগন্ত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় আগামী ৫ থেকে ৮ মে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এ বছর ৭২ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তার মধ্যে ‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) দু’হাজার ৩৯৪ ও ‘সি’ ইউনিট (বিজ্ঞান ও মানবিক) চার হাজার ৪৫৬ জন এবং ‘ডি’ ইউনিটে ১৮ হাজার ৪৩৮জন।

তিনটি শিফটে ৫ তারিখ ‘এ’ ইউনিট ও ৬ তারিখ ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৭ তারিখ ‘সি’ এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৬ তারিখ আর্কিটেকচারের ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহী থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আসা ভর্তি পরীক্ষার্থীদের জন্য রাত ৩টার দিকে এবং ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেসের ভর্তি পরীক্ষার্থীদের জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর রেল স্টেশন থেকে ক্যাম্পাসে আনার জন্য (হাবিপ্রবি) বাসের ব্যবস্থা রয়েছে।

চলমান তাপপ্রবাহসহ যেকোনো জরুরি স্বাস্থ্যগত পরিস্থিতি মোকাবেলায় হাবিপ্রবি মেডিক্যাল সেন্টার ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে একজন ডাক্তারসহ ফাস্ট এইড মেডিসিনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি দিনাজপুর মেডিক্যাল কলেজ ও সদর হাসপাতালের ডাক্তারদের সমন্বয়ে মেডিক্যাল টিম থাকবে।

এছাড়া আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের বিশ্রাম নেয়ার জন্য প্রতিটি একাডেমিক ভবনের সামনে বসার ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। মেয়ে পরীক্ষার্থী ও মহিলা অভিভাবকদের জন্য ছাত্রী হল ও টিএসসিতে ওয়াসরুমের ব্যবস্থা করা হয়েছে। ছেলে পরীক্ষার্থী ও পুরুষ অভিভাবকদের জন্য ছাত্র হল ও মসজিদে ওয়াসরুমের ব্যবস্থা করা হয়েছে। অসুস্থ/পঙ্গু/প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও বিএনসিসির সমন্বয়ে টিম কাজ করবে।

প্রতিটি একাডেমিক ভবনের সামনে সিট প্ল্যানসহ বিস্তারিত রোডম্যাপ টাঙিয়ে দেয়া হবে। নিরাপত্তার জন্য ক্যাম্পাসের সকল গুরুত্বপূর্ণ জায়গা সিসিটিভির আওতায় থাকবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।