পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার সুস্পষ্ট নির্দেশনা থাকলেও, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের ভেতরে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যানারে নির্বাচনী প্রচারণার গাড়ি নিয়ে ক্যাম্পাসে টহল দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাস চলাকালে পাবনা-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামছুর রহমান শিমুল বিশ্বাসের নির্বাচনী প্রচারণার একটি গাড়ি ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে এবং বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, পাবিপ্রবি শাখা ছাত্রদলের ব্যানার সম্বলিত নির্বাচনী প্রচারণার গাড়িটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলোতে মহড়া দেয়।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির মুখে পাবিপ্রবি প্রশাসন ক্যাম্পাসে সকল প্রকার দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু নির্বাচনী ডামাডোলকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা অমান্য করার ঘটনায় শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন।
বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী সময়ে পাবিপ্রবিতে রাজনীতি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ইতোপূর্বে উভয় সংগঠন নিয়মের বাইরে বিভিন্ন কার্যক্রম করেছে। ক্যাম্পাসে নির্বাচনী প্রচারণার গাড়ি প্রবেশ করা অত্যন্ত দুঃখজনক। এটি যেমন ছাত্র রাজনীতির নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করা, তেমনি নির্বাচন কমিশন অনুযায়ী আচরণবিধিরও স্পষ্ট লঙ্ঘন। আমরা রাজনীতিমুক্ত ও সুশৃঙ্খল ক্যাম্পাস চাই। তাই নিয়মের বাইরে এমন যেকোনো রাজনৈতিক তৎপরতার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
শিক্ষকরা মনে করছেন, ক্যাম্পাসের ভেতরে এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করতে পারে। প্রশাসনের অনুমতি ছাড়া কিভাবে নির্বাচনী প্রচারণার গাড়ি ক্যাম্পাসে ঢুকলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কর্মকর্তারা বলছেন, এতে করে ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বাড়বে এবং বিশৃঙ্খলা তৈরি হতে পারে।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মুজাহিদ বলেন, ‘আমি ২১ তারিখ থেকে ক্যাম্পাসের বাইরে পাবনা-৩ আসনে নির্বাচনী প্রচারণার কাজে আছি। আজকে সারাদিন কাজে ব্যাস্ত থাকায় এখন পর্যন্ত জানি না কে বা কারা প্রচারণার গাড়ি প্রবেশ করিয়েছে। এই সম্পর্কে আমি অবগত নই।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: কামরুজ্জামান জানান, ‘এটা কোনভাবেই কাম্য নয়। আমরা চাই অন্তত আমাদের ৩০ একরের ক্যাম্পাসের ভেতরে যেকোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকুক। কিন্তু কিছুদিন আগে একদল স্লোগান দিলো, আবার আজকে আরেকদল নির্বাচনী প্রচার ব্যানার সম্বলিত গাড়ি প্রবেশ করালো, এটা কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। আমি বিষয়টা ক্ষতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’



