মানারাত ইউনিভার্সিটিতে শাহ্ আব্দুল হান্নানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা

‘শাহ্ আব্দুল হান্নানের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।’

নয়া দিগন্ত অনলাইন
শাহ্ আব্দুল হান্নানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল
শাহ্ আব্দুল হান্নানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল |নয়া দিগন্ত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব, প্রখ্যাত ইসলামী দার্শনিক, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব শাহ্ আব্দুল হান্নানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইইই বিভাগের প্রধান প্রফেসর এরশাদুল হক চৌধুরী, ফার্মেসি বিভাগের প্রধান মো: রেজাউল করিম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু, ভর্তি বিভাগের পরিচালক আব্দুল কাদের, ডেপুটি রেজিস্ট্রার মো: আলমগীর হোসেন, প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: মিজানুর রহমান শাহ্ আব্দুল হান্নানকে জ্ঞানের জগতে আলোকবর্তিকা উল্লেখ করে বলেন, ‘তার জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শাহ্ আব্দুল হান্নান অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। কিন্তু জ্ঞানে, গুণে, চিন্তা, সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতায় ছিলেন অসাধারণ। তোমাদেরকেও তার জীবন থেকে শিক্ষা নিয়ে শাহ্ আব্দুল হান্নান হয়ে উঠতে হবে।’

আমাদের শিক্ষার্থীরা ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি যেন নৈতিকমূল্যবোধ সম্পন্ন মানুষ হয় এবং নিয়ম-শৃঙ্খলা, রাষ্ট্র, সমাজ, শিক্ষা-সংস্কৃতি, গবেষণায় অগ্রগামী থাকে-এটাই শাহ্ আব্দুল হান্নানের স্বপ্ন ছিল বলেও মন্তব্য করেন ড. মো: মিজানুর রহমান।

আলোচনা সভা শেষে শাহ্ আব্দুল হান্নানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মো: কামরুজ্জামান খিজরী।