ডিবেট ফর ডেমোক্রেসি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইইউডিসি

ভিসির সাথে শুভেচ্ছা বিনিময়

বিজয়ী দল এমআইইউডিসি’র সদস্যরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা ভিসির হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

নয়া দিগন্ত অনলাইন
ভিসির হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এমআইইউডিসি’র সদস্যরা
ভিসির হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এমআইইউডিসি’র সদস্যরা |নয়া দিগন্ত

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (এমআইইউডিসি)।

বিজয়ী দল এমআইইউডিসি’র সদস্যরা বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা ভিসির হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বিজয়ী দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমাদের এ তরুণ বিতার্কিকরা নিজেদের আত্মোন্নয়নের পাশাপাশি আগামীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আবু সায়ীদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও ডিবেট ক্লাবের মডারেটর রেহানা সুলতানা, ছাত্রবিষয়ক বিভাগের পরিচালক আবদুল মতিন, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেন, আইন বিভাগের শিক্ষক ও সহকারী মডারেটর সুমাইয়া ইসলাম এবং ফার্মেসি বিভাগের শিক্ষক ও সহকারী মডারেটর ববি আক্তার বিথি।

এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট সুজায়েত উল্লাহ, জেনারেল সেক্রেটারি মাহফুজুর রহমান, দলনেতা আইন বিভাগের শিক্ষার্থী মো: আবু জুবায়ের, সদস্য জিহাদ হোসেন রাহাত (জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ) এবং মাইমুনা বিনতে মাহবুব (ফার্মেসি) সহ ক্লাবের অন্য সদস্যরা।

শুভেচ্ছা বিনিময় শেষে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বিজয়ী দল ও ক্লাব সদস্যদের সাথে নিয়ে ডিবেট ক্লাব আয়োজিত দেয়ালিকা পত্রিকার মোড়ক উন্মোচন করেন।

উল্লেখ্য, শনিবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সরকারি দল হিসেবে অংশ নেয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা। বিরোধীদল হিসেবে অংশ নেয় অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা।