জিএসটি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ

জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

মেহেদী হাসান খান সিয়াম, মাভাবিপ্রবি

Location :

Tangail Sadar
জিএসটি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ
জিএসটি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ |নয়া দিগন্ত

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে ফলাফল জানতে পারবেন।

সোমবার (৫ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে ফলাফল প্রকাশ করা হয়।

জানা যায়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়া ৬৭ হাজার ৬২৮ জনের মধ্যে কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৬৪১ জন। যা ৪৬.৭৯ শতাংশ। এছাড়া অকৃতকার্য হয়েছে ৩৫ হাজার ৯৭০ জন (শতকরা ৫৩.১৯)।

সোমবার বিকেলে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে ফলাফল ঘোষণা করেন।

এর আগে গত ২ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।