ছাত্রদল নেতার মামলার দায়ভার নিবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রক্টরিয়াল বডি বা প্রশাসন কোনোভাবে জড়িত নয়। ফলে, মামলাটির দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর বর্তায় না।

এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়

Location :

Trishal
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় |নয়া দিগন্ত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিগত জুলাই-আগস্ট আন্দোলনে হামলার ঘটনায় আনুমানিক ২০০ জনের বিরুদ্ধে ময়মনসিংহের দ্রুত বিচার আদালতে মামলা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক নেতা মো: আশিকুর রহমান।

এ মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতাকর্মী, আওয়ামীপন্থী শিক্ষক ও কর্মকর্তাদের আসামি করা হয়। তবে এ ঘটনাকে ছাপিয়ে জুলাই আন্দোলনে সক্রিয়দের নামে মামলা করার অভিযোগ উঠেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে-বাইরে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

জুলাই আন্দোলনে সক্রিয় ও নিরপরাধদের নামে মামলার অভিযোগ উঠলে সঠিক তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চেয়ে মামলার বাদি মো: আশিকুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কারা ছিল, ছাত্রলীগ করেও আন্দোলন কারা করেছে নির্দিষ্টভাবে বুঝার উপায় নেই। যারা দাবি করছে, নিরপরাধ, তাদের কারো সাথে লেনদেন বা সুপারিশ করার দরকার নেই। অযথা হয়রানি করার উদ্দেশ্য আমার নেই। আমার সাথে সরাসরি যোগাযোগ করলেই হবে, তাদের নাম মামলা থেকে বাদ দেয়া হবে। সঠিক তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও সহযোগিতা চাই।’

তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: মাহবুবুর রহমান বলেন, ‘মামলার বিষয়ে আমি অবগত ছিলাম না। তবে মামলা দায়েরের বিষয়টি বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছি। এটি বাদির সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রক্টরিয়াল বডি বা প্রশাসন কোনোভাবে জড়িত নয়। ফলে, মামলাটির দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর বর্তায় না।’

বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: মিজানুর রহমান দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘আমরা চাই নিরপরাধ কেউ যেন মামলায় হয়রানি না হয়। আমাদের কাছে কয়েকজন এসেছিল। তবে এটা সম্পূর্ণ ব্যক্তিগত মামলা। বিশ্ববিদ্যালয় এটার সাথে সম্পৃক্ত নয়। এটার দায়ভার আমি বা বিশ্ববিদ্যালয় নিবে না।’

উল্লেখ্য, চলতি মাসের রোববার (৪ মে) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো: আশিকুর রহমান বাদি হয়ে ময়মনসিংহ দ্রুত বিচার আদালতে এই মামলাটি করেন। মামলার এজাহারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাকিবুল হাসান রনিকে প্রধান আসামি করে ১৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭০ থেকে ৮০ জনকে এই মামলায় আসামি করা হয়।